Home /News /local-18 /
Siliguri: শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা

Siliguri: শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা

রবিবার

রবিবার শহীদ বেদীতে পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শিলিগুড়ির অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'সম্প্রীতি', ২১ ফেব্রুয়ারির প্রাক্কালে রবিবার শহীদ বেদীতে পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এদিন শিলিগুড়ি কলেজের সভাগৃহে মনোজ্ঞ আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। 

আরও পড়ুন...
  • Share this:

    ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশের অনুষ্ঠান আজ আর কেবল বাঙালির নয়। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে, দেশ–কালের সীমানা অতিক্রম করে ভাষা দিবস হয়ে উঠেছে বিশ্বমানের। ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূত্রপাত বাংলাদেশে হলেও ইউনেস্কো–র (UNESCO) অনুমোদনে এখন সারা বিশ্বজুড়েই উদযাপিত হয়ে আসছে অমর একুশের অনুষ্ঠান। একইভাবে শহর শিলিগুড়ির বুকেও উদযাপন হয় অমর একুশ। কিন্তু শিলিগুড়ির অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'সম্প্রীতি', ২১ ফেব্রুয়ারির প্রাক্কালে রবিবার শহীদ বেদীতে পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এদিন শিলিগুড়ি কলেজের সভাগৃহে মনোজ্ঞ আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন সংগঠনের তরফে শিলিগুড়ি সম্প্রীতির অন্যতম সদস্য অভয়া বসু, বিমান তপাদার ও গার্গী চট্টোপাধ্যায়কে পুরভোটে জয় ও নব কাউন্সিলর হওয়ার জন্য সংবর্ধিতও করা হয়। এদিন অনুষ্ঠানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডঃ উৎপল মণ্ডল, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তথা নাট্যকর্তা ডঃ তপন চট্টোপাধ্যায়, শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অত্যূহা বাগচী, বিশিষ্ট চিত্রশিল্পী দীপায়ন ঘোষ, শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষ, বিশিষ্ট কথাশিল্পী, লেখক তথা কথাসাহিত্যিক শুভময় সরকার সহ একাধিক বিশিষ্টজনদের পাশাপাশি সম্প্রীতির সদস্যরা উপস্থিত ছিলেন। শিলিগুড়ি সম্প্রীতির সভাপতি জয়ন্ত কর বলেন, 'প্রতিবছরের ন্যায় আমাদের সংগঠন সম্প্রীতি অমর একুশের আয়োজন করছি। আজ ভাষা দিবসের দিন মনে করে আমরা অমর একুশের প্রত্যেক শহীদের প্রতি শ্রদ্ধা অর্ঘ্য করি। সঙ্গে আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ আলোচনার পাশাপাশি আমাদেরই সম্প্রীতির তিন সদস্যকে সংবর্ধিত করি।'

    First published:

    Tags: Jalpaiguri, Siliguri

    পরবর্তী খবর