Home /News /local-18 /
Siliguri News: বাগদেবী আরাধনায় জমজমাট শিলিগুড়ি, শিক্ষায়তনের তালা খোলাতেই 'সোনায় সোহাগা' মৃৎশিল্পীদের

Siliguri News: বাগদেবী আরাধনায় জমজমাট শিলিগুড়ি, শিক্ষায়তনের তালা খোলাতেই 'সোনায় সোহাগা' মৃৎশিল্পীদের

শেষ [object Object]

পুজোর দুদিন আগেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলায় বেশ বড় প্রতিমার বায়না পেয়ে যান মৃৎশিল্পীরা

 • Share this:

  #শিলিগুড়ি: একদিকে যেমন মাথায় হাত ফুল, ফল ও সবজি বিক্রেতাদের। আরেকদিকে শেষ মুহূর্তে মুখে হাসি ফুটেছে মৃৎশিল্পী এবং প্রতিমা বিক্রেতাদের।

  একেই ছিল বৃষ্টির পূর্বাভাস, তার উপর দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কিন্তু পুজোর দুদিন আগেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলায় বেশ বড় প্রতিমার বায়না পেয়ে যান মৃৎশিল্পীরা। হাসি ফিরেছে মৃৎশিল্পীদের মুখে! স্বস্তির হাসি হাসছেন প্রতিমা বিক্রেতারাও।

  মৃৎশিল্পীদের বিক্রি কিছুটা বেড়ে যাওয়ায় তাঁদের মুখে চওড়া হাসি। তাঁদের কথায়, শেষ মুহূর্তে অনেকটা অর্ডার (order) পাওয়া গিয়েছে। এতে লাভও হয়েছে। অনেকেই ভেবেছিলেন এবারও হয়ত করোনার প্রকোপে তেমন করে আয়োজন হবে না। কিন্তু শেষ পর্যন্ত বিক্রি হল। এতে অনেকটাই স্বস্তি ফিরল তাঁদের।

  এছাড়াও হাসি ফিরেছে মূর্তি বিক্রেতাদের মুখেও। শেষ মুহূর্তে বিক্রি ভালোই হয়েছে, এমনটাই জানালেন বিক্রেতারা। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলায় লাভবান হলেন তাঁরা। এ যেন বাগদেবীরই উপহার।

  First published:

  Tags: Jalpaiguri, Saraswati Puja 2022, Siliguri

  পরবর্তী খবর