শিলিগুড়ি: ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়িতে। শিলিগুড়ি শহরের আশিঘর সংলগ্ন নরেশ মোড় এলাকায় চিপস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। সেখানে কর্মরত গার্ড বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি দমকল বিভাগে এবং আশিঘর ফাঁড়িতে যোগাযোগ করেন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এই ঘটনার পরই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকল সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এটা শুধুই প্রাথমিক অনুমান। আগুন লাগার বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হবে। এর পেছনে আসল কারণ কী, তা দেখবেন দমকল আধিকারিকরা। জানা গিয়েছে, ভোর ৫টার সময় আগুন লাগার বিষয়টি লক্ষ্য করেন সেই কারখানার দায়িত্বে থাকা গার্ড। দেখে দ্রুত তিনি দমকলকে খবর দেন। এদিকে আগুন লাগার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দমকলের প্রাথমিক অনুমান, খুব সম্ভবত শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগতে পারে। তিনটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ততক্ষণে অগ্নিকাণ্ডে প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। কার্টন ও প্লাস্টিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলেই আগুনে কারখানায় থাকা সম্পূর্ণ জিনিস ভস্মীভূত হয়ে যায়। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে জল ছেটানো হয়। কিন্তু সেখানে সবকিছুই এতটাই কাছাকাছি রাখা ছিল। এবং প্লাস্টিক, কাগজ, কার্ডবোর্ড দিয়ে ঘেরা ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর জল ঢেলেও লাভ খুব একটা হয়নি। যদিও পরে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোয় সফল হয়। Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Siliguri