#শিলিগুড়ি: ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমিতের সংখ্যা। এরই মধ্যে উদ্বেগ বেড়েছে তৃতীয় ঢেউ ও ওমিক্রন নিয়ে। তবে শিলিগুড়ির সমতল থেকে পাহাড়, সর্বত্র সাহায্যের হাত বাড়িয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আধিকারিকরা (Darjeeling News)।
ব্লক থেকে শুরু করে ওয়ার্ড, প্রত্যেকটি এলাকায় সচেতনতামূলক প্রচার হোক, কিংবা মাস্ক ও স্যানিটাইজার নিয়ে বাড়ি বাড়ি প্রচার, সবেতেই তৎপর পুলিশ প্রশাসন। এরই মাঝে সাধারণ মানুষের দুশ্চিন্তা কমাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, দার্জিলিং জারি করল একটি বিশেষ পোস্টার, যেখানে রয়েছে সমস্ত আপাতকালীন ফোন নম্বর (emergency phone number) থেকে শুরু করে বিভিন্ন সাবধানতা অবলম্বন করা নিয়ে লেখা রয়েছে।
নিম্নলিখিত নম্বরগুলি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, দার্জিলিং (Darjeeling News)। এই নম্বরগুলো সকলের সাহায্যের জন্যই প্রকাশ করা হয়েছে। নিয়মিত নিজেদের শারীরিক অবস্থা দেখা, ডাক্তারের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে এই প্রকাশিত তালিকায়। অ্যাডমিশন সেল : ০৩৫৪২২৫৫৭৪৯ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল : ৯৭৪৯১৪৯৯৬৭/৭৬৭৯০৩৫৬৭০ শিলিগুড়ি জেলা হাসপাতাল : ৯০০২৭৫৫০৩১ দার্জিলিং জেলা হাসপাতাল : ০৩৫৪২২৫১৫৫৫ কার্শিয়াং মহকুমা হাসপাতাল : ৯৬৭৯৭৪২৯৯৫ হোম আইসোলেশন ও টেলি মেডিসিন : ৯৮৮৩১৪৭৮৭৫ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) : ৬২৯৪৭০৯১৬৫ ব্লকস্তরেও বিভিন্ন হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। এই নম্বরগুলিতে করোনা সংক্রমিত অথবা উপসর্গ রয়েছে এমন কেউ যোগাযোগ করতে পারবেন। এই নম্বরগুলি সাধারণ মানুষের সাহায্যের জন্য প্রকাশ করা হয়েছে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন: ৮০১৬২৭৭৭৪৮/ ৯৮৮৩২০৬০১৭ দার্জিলিং মিউনিসিপালিটি: ৯৮০০১১৬২২৪/ ৮৩৭৩৯৯৭৭৯৬ কার্শিয়াং মিউনিসিপালিটি: ৭২৭৮৪৩৬০৫২/ ৭৭৯৭৮৩১৬৮৭ মিরিক মিউনিসিপালিটি: ৯৩৩৯৬৩০৬১০ মাটিগাড়া: ৭৯০৮৩৩৭১১৪ খড়িবাড়ি: ৮৩৭০৮৪২৩৫৭ ফাঁসিদেওয়া: ৬২৯৪৬২১১০৩ নকশালবাড়ি: ০৩৫৩২৪৮৮২৩৫ কার্শিয়াং: ০৩৫৩২৫৭৪৫৪৯ মিরিক: ৯৩৩৯৬৯০৯১৩ রঙ্গলিরঙ্গিয়ত: ৯৭৩৩২৯৬৭৬৬ জোড়বাংলো, সুখিয়াপোখরি: ৯৭৩২০৩৪৪৫৮ পুলবাজার, দার্জিলিং: ৭০০৩৬৫৩২৩৪ এছাড়াও বিভিন্ন সচেতনতা অবলম্বন করতে বলা হয়েছে। নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজ করা, শারীরিক দূরত্ব মেনে চলা ইত্যাদি বিষয়ে জোর দেওয়া হয়েছে। এদিকে নাইট কার্ফুতেও রয়েছে যথেষ্ট কড়াকড়ি। Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Darjeeling