Home /News /local-18 /
Jalpaiguri: শিলিগুড়িতে ২ দার্জিলিংয়ে ৩!

Jalpaiguri: শিলিগুড়িতে ২ দার্জিলিংয়ে ৩!

শিলিগুড়িতে ২ দার্জিলিংয়ে ৩! করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী

শিলিগুড়িতে ২ দার্জিলিংয়ে ৩! করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী

শিলিগুড়িতে ২ দার্জিলিংয়ে ৩! করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, স্বস্তি প্রশাসনিক মহলে

 • Share this:

  শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা (Siliguri Coronavirus Update) সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তার মিলিয়ে বাড়ল সুস্থতার হার। জেলা স্বাস্থ্য দফতর (District Health Administration) সূত্রে এমনটাই খবর। আশানুরূপ সাড়াও মিলেছে সুস্থতার হারে। কিন্তু গত ২৪ ঘণ্টায় করোনা (Siliguri coronavirus) সংক্রমণের গ্রাফ হ্রাস পাওয়ায় স্বস্তিতে জেলা প্রশাসন (Darjeeling District Administration)। এদিন জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, দার্জিলিং (Darjeeling) জেলায় নতুন করে ৩ জন করোনা (coronavirus) সংক্রমিতের হদিশ মিলেছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।এদিকে, শিলিগুড়ি (Siliguri municipal corporation - SMC) পুরনিগম এলাকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

  অন্যদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৩ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে (Darjeeling MU) এক জনও নয়, সুকনাতে (Sukna) এক জনও নয়, কার্শিয়াং মিউনিসিপ্যালিটিতে (Kurseong MU) এক জনও নয়, মিরিকে (Mirik) এক জনও নয়, মিরিক (Mirik MU) মিউনিসিপ্যালিটিতে এক জনও নয়, বিজনবাড়িতে (Bijanbari) এক জনও নয়, সুখিয়াপোখড়িতে (Sukhiapokhri) এক জনও সংক্রমিত হয়নি। তবে তাকদহে (Takdah) গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনও সংক্রমিত হয়নি। পাশাপাশি, খড়িবাড়িতে (Khoribari) ২৪ ঘণ্টায় নতুন করে এক জনও নয় সংক্রমিত হয়েছে। মাটিগাড়াতে (Matigara) এক জনও নয়, ফাঁসিদেওয়াতে (Phansidewa) এক জনও নয় এবং নকশালবাড়িতে (Naxalbari) নতুন করে ১ জন সংক্রামিতের হদিশ পাওয়া গেছে। একইসঙ্গে, দেশেও পাল্লা দিয়ে কমেছে দৈনিক করোনা (covid 19) সংক্রমণ। তবে বেড়েছে মৃত্যু। শুক্রবারের তুলনায় দেশে কমল দৈনিক করোনা (coronavirus) সংক্রমণ। তবে বেড়েছে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry of India) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫,৯২১ জন। মৃত্যু হয়েছে ২৮৯ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১১,৬৫১ জন। অ্যাকটিভ কেসের (active case) সংখ্যা ৬,০১৯। পজিটিভিটি রেট ০.৬৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,২৯,৫৭,৪৭৭। মৃত্যু হয়েছে ৫,১৪,৮৭৮ জনের। সুস্থ হয়েছেন ৪,২৩,৭৮,৭২১। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৩,৮৭৮। এরাজ্যে (West Bengal coronavirus) করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,১৫,৬৭০। মৃত্যু হয়েছে ২১,১৭৮ জনের। সুস্থ হয়েছেন ১৯,৯২,৭৪৩। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৭৪৯। Vaskar Chakraborty

  First published:

  Tags: Darjeeling, Jalpaiguri, Siliguri

  পরবর্তী খবর