শিলিগুড়ি: অবশেষে মিলল স্বস্তির হাওয়া! জেলাজুড়ে করোনা (Siliguri Coronavirus Update) সংক্রমণের গ্রাফ কমল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। পাশাপাশি আশানুরূপ সাড়া মিলছে সুস্থতার হারে। যার ফলে কার্যত স্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং (Darjeeling) জেলায় নতুন করে ২০১ জন করোনা (coronavirus) সংক্রমিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ২৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, শিলিগুড়ি (Siliguri municipal corporation - SMC) পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৬৫ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে (Darjeeling MU) ১৯ জন, সুকনাতে (Sukna) ১২ জন, কার্শিয়াং মিউনিসিপ্যালিটিতে (Kurseong MU) ১২ জন, মিরিকে (Mirik) ৩ জন, মিরিক (Mirik MU) মিউনিসিপ্যালিটিতে ২ জন, বিজনবাড়িতে (Bijanbari) ১৭ জন, সুখিয়াপোখড়িতে (Sukhiapokhri) ১৮ জন এবং তাকদহে (Takdah) ৮ জন নতুন করে সংক্রামিত হয়েছে। অন্যদিকে, খড়িবাড়িতে (Khoribari) ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন সংক্রামিত হয়েছে। মাটিগাড়াতে (Matigara) ১৪ জন, ফাঁসিদেওয়াতে (Phansidewa) ২৫ জন এবং নকশালবাড়িতে (Naxalbari) ১১ জন সংক্রামিতের হদিস পাওয়া গিয়েছে। পাশাপাশি, শুক্রবারের তুলনায় দেশে দৈনিক করোনা সংক্রমণ হ্রাস পেয়েছে। তবে মৃত্যুর হার বেড়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত (coronavirus cases) হয়েছে ২,৩৫,৫৩২। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৭১ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩,৩৫,৯৩৯। অ্যাকটিভ কেস (coronavirus active cases) রয়েছে ১,০১,২৭৮। সেক্ষেত্রে, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪,০৮,৫৮,২৪১। মৃত্যু হয়েছে ৪,৯৩,১৯৮ জনের। সুস্থ হয়েছেন ৩,৮৩,৬০,৭১০। অ্যাকটিভ কেস রয়েছে ২০,০৪,৩৩৩। পাশাপাশি, রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে (West Bengal coronavirus) এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯,৮৬,৬৬৭। মৃত্যু হয়েছে ২০,৫১৫ জনের। সুস্থ হয়েছেন ১৯,২০,৪২৩। অ্যাকটিভ কেস রয়েছে ৪৫,৭২৯। Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Siliguri