শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা (Siliguri Coronavirus Update) সংক্রমণের গ্রাফ বাড়ল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। তবে আশানুরূপ সাড়া নেই সুস্থতার হার। যার ফলে কার্যত অস্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং (Darjeeling) জেলায় নতুন করে ৪০১ জন করোনা (coronavirus) সংক্রমিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে, শিলিগুড়ি (Siliguri municipal corporation - SMC) পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫৭ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ১৯৯ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে (Darjeeling MU) ২১ জন, সুকনাতে (Sukna) ১৩জন, কার্শিয়াং মিউনিসিপ্যালিটিতে (Kurseong MU) ১৮জন, মিরিকে (Mirik) ৩জন, মিরিক (Mirik MU) মিউনিসিপ্যালিটিতে ২জন, বিজনবাড়িতে (Bijanbari) ২০জন, সুখিয়াপোখড়িতে (Sukhiapokhri) ৯জন এবং তাকদহে (Takdah) ৪জন নতুন করে সংক্রামিত হয়েছে। অন্যদিকে, খড়িবাড়িতে (Khoribari) ২৪ ঘণ্টায় নতুন করে ২২জন সংক্রামিত হয়েছে। মাটিগাড়াতে (Matigara) ৮০জন, ফাঁসিদেওয়াতে (Phansidewa) ৮জন এবং নকশালবাড়িতে (Naxalbari) ৪৪জন সংক্রামিতের হদিস পাওয়া গিয়েছে। পাশাপাশি, দেশেও পাল্লা দিয়ে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার সংক্রামিত হয়েছিলেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে ৪৪ হাজার ৮৮৯। বেড়েছে দৈনিক মৃত্যুও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ৩১০। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার। পজিটিভিটি রেট ১৫.১৩ শতাংশ। গতকাল তা ছিল ১৪.৪৩ শতাংশ। দেশে ওমিক্রনে সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১। মঙ্গলবার সেই সংখ্যা ছিল ৮ হাজার ৮৯১। Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Siliguri