ভাস্কর চক্রবর্তী, দার্জিলিং: উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বেরিয়ে তিনি কথা বলেন স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের সঙ্গে। ম্যাল রোডে বিশ্ব বাংলার দোকানে ঢুকে বেশ কিছু জিনিসপত্র কেনেন তিনি। ফেরার সময় দার্জিলিং চিড়িয়াখানার কাছে একটি শিশুকে কোলে তুলে আদরও করেন তিনি। মঙ্গলবার দার্জিলিংয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। বুধবারও মুখ্যমন্ত্রী পাহাড়ে থাকবেন। বৃহস্পতিবার দুপুরে দার্জিলিংয়ের রিচমন্ড হিল থেকে রওনা দিয়ে শিলিগুড়িতে পৌঁছবেন। শুক্রবার দুপুরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতা ফিরে যাবেন। পাহাড়ে জনসংযোগে এসে প্রাতঃভ্রমণে বের হওয়া তাঁর অভ্যাস। তিনি বলেন, 'পাহাড় হাসলে আমার ভাল লাগে। কথা দিন, আগামী ১০ বছর কোনও ঝগড়া করবেন না, শুধু মানুষের জন্য কাজ করবেন। আপনারা মন দিয়ে পাহাড়ের জন্য কাজ করুন, দেখুন দার্জিলিং-কার্শিয়াং কোথায় পৌঁছে যায়। কয়েক মাসের মধ্যেই জিটিএ নির্বাচন করাব।' জ্বালানির দামবৃদ্ধি নিয়ে তিনি বলেন, 'বারবার জ্বালানির দাম বাড়াচ্ছে কেন্দ্র। পাঁচ রাজ্যে ভোট মেটার পর থেকে অন্তত ৫ বার জ্বালানির দাম বাড়িয়েছে। ভাবুন একবার! এভাবে সাধারণ মানুষের কীভাবে চলবে?' মঙ্গলবার প্রশাসনিক সভা থেকে তিনি বলেন, ‘দিল্লির লাড্ডু খাবেন না। ওরা শুধু ভোটের সময় আসে আর মানুষকে ভুল বোঝায়। পেট্রল–ডিজেলের দাম বেড়েই চলেছে। কেন্দ্র কিছুই করছে না। দার্জিলিং যখনই হাসে তখনই একটা রাজনৈতিক দল এসে উল্টোপাল্টা বুঝিয়ে ভোট নিয়ে যায়। এরা কেউ মানুষের কথা ভাবে না। নিজেরা আগুন জ্বালিয়ে বাংলার বদনাম করছে। এরা বাংলাকে কেউ ভালবাসে না।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Darjeeling, Siliguri