হোম /খবর /জলপাইগুড়ি /
ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম প্রকাশ

Jalpaiguri: ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম প্রকাশ

X
উল্লাস [object Object]

উন্নয়নের আশায় বুক বাঁধছে ময়নাগুড়ি। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম প্রকাশ হতেই সবুজ আবীরে রেঙে ওঠে শহর।

  • Share this:

    ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: পুরসভা হওয়ার স্বপ্নপূরণের পর এবার অভিভাবকদের নাম ঘোষণা। নতুন শহর ময়নাগুড়িতে উন্নয়নের আশায় বুক বাঁধছেন শহরবাসী। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হল ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম। বুধবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ সাংবাদিক সম্মেলন করে এই নাম ঘোষণা করেন। নবগঠিত পুরসভায় এদিন চেয়ারম্যানের নাম হিসেবে উঠে আসে ময়নাগুড়ি প্রাক্তন বিধায়ক তথা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্তদেব অধিকারীর। ভাইস চেয়ারম্যান হলেন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ রায়। আর এই নাম ঘোষণার পর থেকেই ময়নাগুড়িতে সবুজ আবীর খেলায় মেতে ওঠে তৃণমূল সমর্থকরা। ময়নাগুড়ি পুরসভা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ময়নাগুড়ি নবগঠিত পুরসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, বুলু চিকবড়াইক সহ জেলা ও ব্লক স্তরের আধিকারিকরা। এদিন ময়নাগুড়ি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের তরফে ময়নাগুড়ি পুরসভার প্রথম চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়কে মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনাও জানানো হয়।এদিকে, ময়নাগুড়ির প্রথম পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অনন্তদেব অধিকারী। বৃহস্পতিবার ময়নাগুড়ি খেলার মাঠে নতুন পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। বুধবার সকাল থেকেই শহরজুড়ে সাজো সাজো রব। মাইকে বাজছে রবীন্দ্র সংগীত। নতুন পুরসভার চেয়ারম্যান দলীয় কার্যালয়ে বসে শপথ গ্রহণ অনুষ্ঠানের কাজকর্ম তদারকি করছেন।তবে প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারী। তিনবারের বিধায়ক ছিলেন তিনি। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তাঁর। শুরুতে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালে যখন রাজ‍্যের ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস সেই সময় ময়নাগুড়িতে আরএসপি দলের বিধায়ক হিসেবে জয়লাভ করেন অনন্তদেব অধিকারী। পুরসভার দাবি উঠেছিল তারও এক দশক আগে থেকেই। ময়নাগুড়িকে পুরসভায় উন্নীত করার সংকল্পবদ্ধ হয়েই অনন্তদেব ২০১২ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বৃহস্পতিবার চেয়ারম্যান হিসেবে প্রথম পুরসভার শপথ গ্রহণ ময়নাগুড়িতে। ঐতিহাসিক দিন ময়নাগুড়িবাসীর।

    First published:

    Tags: Jalpaiguri, Maynaguri