জলপাইগুড়ি:বিপুল পরিমাণ গাঁজা(cannabis) উদ্ধার হল জলপাইগুড়িতে।গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার জলপাইগুড়ি (Jalpaiguri)শহরের পান্ডাপাড়া এলাকার বাসিন্দা গোবিন্দ মণ্ডলের বাড়িতে পুলিশ আচমকা হানা দিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার করে।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪-৫ লক্ষ টাকা। ঘটনায় বাড়ির মালিক গোবিন্দ মণ্ডল পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ এর আগেও পুলিশ প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার করলেও খোদ শহরের বুক থেকে গাঁজা উদ্ধার এই প্রথম।আর এই গাঁজা উদ্ধারের ঘটনা চিন্তায় ফেলেছে জলপাইগুড়ির পুলিশ (Jalpaiguri police)প্রশাসনকে। কারণ জলপাইগুড়ি শহরে বেড়েছে অসামাজিক কাজকর্ম। প্রকাশ্য দিবালোকে ছিনতাই সহ চুরির ঘটনা রোজই বেড়ে চলছে শহরে।আর এদিনের গাঁজা উদ্ধারের ঘটনা আরও যে চিন্তার কারণ হয়ে দাঁড়াল প্রশাসনের তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, গত বছরের ঠিক এই সময় জলপাইগুড়ির রাজগঞ্জে(Rajgunj) ২ কুইন্টাল ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাায় গ্রেফতার হয় ২ জন। গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কে(National Highway) অভিযান চালিয়ে প্রচুর পরিমান গাঁজার পেকেট উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জের সারিয়াম মোড়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৬৮ পেকেট গাঁজা। মোট গাঁজা ছিল ২ কুইন্টাল ৩৬ কেজি। পুুলিশ সূত্রে জানা যায়, গাঁজাপাচারের অভিযোগে প্রথমে এক জনকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে আরও এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ৷ আসাম (Assam)থেকে উত্তরপ্রদেশে একটি ট্রাকে করে গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃত দুই গাঁজা পাচারকারী উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাসিন্দা। আগামীকাল ধৃত দুই পাচারকারীকে জলপাইগুড়ি জেলা আদালতে(Jalpaiguri court) তোলা হবে।
ভাস্কর চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Jalpaiguri News