ভাস্কর চক্রবর্তী, ময়নাগুড়ি: শান্তিপূর্ণভাবে দোল উৎসব পালন করতে প্রশাসনিক বৈঠক হল ময়নাগুড়িতে। মাড়োয়ারি জনকল্যাণ সমিতির ভবনে অনুষ্ঠিত এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিভম রায়, শুভম রায় বসুনিয়া সহ ময়নাগুড়ি পুরসভার ১৭টি ওয়ার্ডের কাউন্সিলররা। আসন্ন দোল উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করা যায় সেদিকটা সকলকে নজর রাখার আবেদন জানানো হয় প্রশাসনের তরফে। প্রতিবারই ময়নাগুড়িতে দোল উৎসবে মাতে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ। আর এই বিষয়কে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে বিশেষভাবে পুলিশকে নজরদারী চালানোর অনুরোধ করেছেন ওয়ার্ড কাউন্সিলর এবং সরকারি প্রতিনিধিরা। বিভিন্ন মদের ঠেকগুলিতে আগে থেকেই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়। সেইসঙ্গে ভেজাল আবীর, রাসায়নিক ক্ষতিকারক রঙ যাতে বিক্রি না করা হয় সেই আবেদনও জানানো হয়েছে ব্যবসায়ীদের। এদিন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস বলেন, 'দোল মানেই রঙ। রঙের মধ্যে লুকিয়েই তো জীবন। আর এই রঙের উৎসবে গোটা বিশ্ব মেতে ওঠে। ফলে প্রতিবারের মতো ময়নাগুড়ি শহরেও দোল উৎসব আইন-শৃঙ্খলা মেনেই পালন করা হবে। পুলিশ প্রশাসনের তরফে থাকবে অস্থায়ী বুথ। পেট্রোলিং ভ্যানও ঘুরবে শহরজুড়ে। বিভিন্ন মদের দোকানগুলিতে বাড়তি নজর থাকবে। তা সত্ত্বেও আগে থেকেই প্রশাসনের তরফ থেকে মদের ঠেকগুলিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসঙ্গে ভেজাল আবীর, রাসায়নিক ক্ষতিকারক রঙ যাতে বিক্রি না করা হয় সেই আবেদনও জানানো হয়েছে ব্যবসায়ীদের।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Maynaguri