Home /News /local-18 /
Jalpaiguri: নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে গাড়ি!

Jalpaiguri: নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে গাড়ি!

উদ্ধার

উদ্ধার করা হচ্ছে গাড়িটি

শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন এক সেনা আধিকারিক। আচমকাই তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, কেউ গুরুতর আহত হননি এই ঘটনায়। 

  • Share this:

    ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: গজলডোবা তিস্তা ক্যানেলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল একটি চারচাকা গাড়ি।ঘটনাটি ঘটেছে এদিন গজলডোবা এলাকায়।শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন এক সেনা আধিকারিক।আচমকাই তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, কেউ গুরুতর আহত হননি এই ঘটনায়।স্থানীয় সূত্রে খবর, এদিন জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের মিলনপল্লী ফাঁড়ির অন্তর্গত শিমুলগুড়ি এলাকা দিয়ে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন এক সেনা আধিকারিক। আচমকাই তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে যায়। প্রথমে ওই পথ দিয়ে যাওয়া কয়েকজন মহিলা দেখেন। তাঁরাই চিৎকার করে লোক ডাকেন। এরপর স্থানীয় দৈব্য রায় নামে এক যুবক ক্যানেলে নেমে বোল্ডার দিয়ে গাড়ির কাঁচ ভেঙে তাকে উদ্ধার করে। সেই সময় পিছনে ছিল আরও একটি সেনাবাহিনীর গাড়ি তাঁরাও এসে উদ্ধারকাজে হাত লাগায়। খবর পেয়ে ছুটে আসে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ কর্মীরা। এরপর সেনাবাহিনীর জোয়ানেরা সেনা আধিকারিককে নিয়ে হাসপাতালে নিয়ে যায় বলে জানা গেছে।এদিকে পুলিশ সূত্রে খবর, তাঁর পকেট থেকে আইকার্ড পাওয়া গিয়েছে। ওই সেনা আধিকারিকের নাম সকেত রঞ্জন। তিনি মেজর পদে কর্মরত। এরপর স্থানীয় দৈব্য রায় নামে এক যুবক ক্যানেলে নেমে বোল্ডার দিয়ে গাড়ির কাঁচ ভেঙে তাকে উদ্ধার করে। দৈব্য রায় বলেন, 'অনেকক্ষণ আগেই দেখেছিলাম গাড়িটিকে নিয়ন্ত্রণ হারিয়ে এদিক ওদিক করতে। ক্যানেলে পড়ে যাওয়ার আগে আমি সাবধান করলেও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সেটি। যদিও কেউ আহত হননি।'

    First published:

    Tags: Jalpaiguri, Siliguri

    পরবর্তী খবর