#হাওড়া: মানুষের সবচেয়ে কাছের বন্ধু কে , প্রশ্নটি জিজ্ঞেস করলে যে উত্তরটি সবাই এক কথায় মেনে নেবে তা হলো কুকুর । সেই মহাভারতের সময় থেকেই সারমেয়রা তাদের প্রভুদের প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিয়ে আসছে । কিন্তু প্রভুভক্ত সেই কুকুরদের প্রতিই মানুষের আরও একবার অমানবিক আচরণের সাক্ষী থাকলো হাওড়া ।
ছটি কুকুরছানাকে রাস্তা থেকে তুলে তাদেরকে একটি বস্তায় পুরে বস্তার মুখ দড়ি দিয়ে বন্ধ করে দিচ্ছেন এক প্রৌঢ় । তারপর সেই মুখবন্দি বস্তাটিকে এক মহিলার স্কুটিতে তুলে দিলেন সেই প্রৌঢ় । রবিবার সকাল থেকে এরকমই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । ভিডিওটি দেখে রীতিমতো নিজেদের ক্ষোভ উগরে দেন জেলার পশুপ্রেমীরা ।
খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি হাওড়ার লিলুয়ার অরবিন্দ নগর এলাকার । পুরো ভিডিওটি ক্যামেরাবন্দি করেন ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা । চিহ্নিত করা হয় ওই প্রৌঢ় ও স্কুটিতে থাকা ওই মহিলাকে । এলাকার বাসিন্দা কাশীনাথ রায় বস্তাবন্দি করে কুকুরছানাগুলিকে তুলে দেন প্রতিবেশী সান্তা দাসের স্কুটিতে । তারপর সেই বস্তাভর্তি কুকুরছানাগুলিকে সান্তা ফেলে দিয়ে আসে বেলগাছিয়া ভাগাড়ে ।
এই খবর জানাজানি হতেই ক্ষিপ্ত পশুপ্রেমীরা অভিযোগ জানায় লিলুয়া থানায় । ঘটনার তদন্তে নেমে সেখান থেকে অতি দ্রুত কুকুরছানাগুলিকে উদ্ধার করে লিলুয়া থানার পুলিশকর্মীরা । কুকুরছানাগুলিকে ফিরিয়ে দেওয়া হয় তাদের মায়ের কাছে ।
যদিও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে এই কাজে তিনি অনুতপ্ত নন বলেই জানান শান্তা দাস । দীর্ঘদিন ধরে তাদের বাড়ি সংলগ্ন এলাকা নোংরা করছিল সেই কুকুরছানাগুলি । তাই তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই প্রতিবেশী কাশীনাথ রায়ের সাহায্য নিয়ে কুকুরছানাগুলিকে ভাগাড়ে ফেলে আসেন শান্তাদেবী ।
এই ঘটনায় ওই এলাকার বাসিন্দারাও ক্ষুব্ধ । তারা জানান সেই লকডাউন পরিস্থিতি থেকেই এলাকার কুকুরদের বাঁচিয়ে রাখার জন্য তারা নিয়মিত খাবার দিয়ে আসছেন । কিন্তু তাদেরই প্রতিবেশীদের কুকুরদের প্রতি এরকম অমানবিক আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন না বলেই জানাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা ।
অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করে পশুপ্রেমী সংগঠন প'সাম এর তরফ থেকে শৈলেশ উপাধ্যায় জানান , " অতটুকু অবলা নিষ্পাপ কুকুরছানাদের প্রতি সভ্য সমাজে বসবাস করা মানুষের এহেন আচরণ সত্যিই ক্ষমার অযোগ্য । আমি ধন্যবাদ জানাই লিলুয়া থানার পুলিশকর্মীদের । তারা তৎপর হয়ে সারমেয়গুলিকে উদ্ধার না করলে হয়তো তাদের কেউই প্রাণে বাঁচতো না । "
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah