হোম /খবর /হাওড়া /
পুলিশের তৎপরতায় ভাগাড় থেকে প্রাণরক্ষা ছ'টি কুকুরছানার

Howrah News: পুলিশের তৎপরতায় ভাগাড় থেকে প্রাণরক্ষা ছ'টি কুকুরছানার

ফের মায়ের কোলে ফিরলো সেই ছয় কুকুরছানা

ফের মায়ের কোলে ফিরলো সেই ছয় কুকুরছানা

ছটি কুকুরছানাকে রাস্তা থেকে তুলে তাদেরকে একটি বস্তায় পুরে বস্তার মুখ দড়ি দিয়ে বন্ধ করে দিচ্ছেন এক প্রৌঢ় । তারপর সেই মুখবন্দি বস্তাটিকে তুলে দিলেন এক মহিলার স্কুটিতে।

  • Share this:

 #হাওড়া: মানুষের সবচেয়ে কাছের বন্ধু কে , প্রশ্নটি জিজ্ঞেস করলে যে উত্তরটি সবাই এক কথায় মেনে নেবে তা হলো কুকুর । সেই মহাভারতের সময় থেকেই সারমেয়রা তাদের প্রভুদের প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিয়ে আসছে । কিন্তু প্রভুভক্ত সেই কুকুরদের প্রতিই মানুষের আরও একবার অমানবিক আচরণের সাক্ষী থাকলো হাওড়া ।

ছটি কুকুরছানাকে রাস্তা থেকে তুলে তাদেরকে একটি বস্তায় পুরে বস্তার মুখ দড়ি দিয়ে বন্ধ করে দিচ্ছেন এক প্রৌঢ় । তারপর সেই মুখবন্দি বস্তাটিকে এক মহিলার স্কুটিতে তুলে দিলেন সেই প্রৌঢ় । রবিবার সকাল থেকে এরকমই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । ভিডিওটি দেখে রীতিমতো নিজেদের ক্ষোভ উগরে দেন জেলার পশুপ্রেমীরা ।

খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি হাওড়ার লিলুয়ার অরবিন্দ নগর এলাকার । পুরো ভিডিওটি ক্যামেরাবন্দি করেন ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা । চিহ্নিত করা হয় ওই প্রৌঢ় ও স্কুটিতে থাকা ওই মহিলাকে । এলাকার বাসিন্দা কাশীনাথ রায় বস্তাবন্দি করে কুকুরছানাগুলিকে তুলে দেন প্রতিবেশী সান্তা দাসের স্কুটিতে । তারপর সেই বস্তাভর্তি কুকুরছানাগুলিকে সান্তা ফেলে দিয়ে আসে বেলগাছিয়া ভাগাড়ে ।

এই খবর জানাজানি হতেই ক্ষিপ্ত পশুপ্রেমীরা অভিযোগ জানায় লিলুয়া থানায় । ঘটনার তদন্তে নেমে সেখান থেকে অতি দ্রুত কুকুরছানাগুলিকে উদ্ধার করে লিলুয়া থানার পুলিশকর্মীরা । কুকুরছানাগুলিকে ফিরিয়ে দেওয়া হয় তাদের মায়ের কাছে ।

যদিও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে এই কাজে তিনি অনুতপ্ত নন বলেই জানান শান্তা দাস । দীর্ঘদিন ধরে তাদের বাড়ি সংলগ্ন এলাকা নোংরা করছিল সেই কুকুরছানাগুলি । তাই তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই প্রতিবেশী কাশীনাথ রায়ের সাহায্য নিয়ে কুকুরছানাগুলিকে ভাগাড়ে ফেলে আসেন শান্তাদেবী ।

এই ঘটনায় ওই এলাকার বাসিন্দারাও ক্ষুব্ধ । তারা জানান সেই লকডাউন পরিস্থিতি থেকেই এলাকার কুকুরদের বাঁচিয়ে রাখার জন্য তারা নিয়মিত খাবার দিয়ে আসছেন । কিন্তু তাদেরই প্রতিবেশীদের কুকুরদের প্রতি এরকম অমানবিক আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন না বলেই জানাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা ।

অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করে পশুপ্রেমী সংগঠন প'সাম এর তরফ থেকে শৈলেশ উপাধ্যায় জানান , " অতটুকু অবলা নিষ্পাপ কুকুরছানাদের প্রতি সভ্য সমাজে বসবাস করা মানুষের এহেন আচরণ সত্যিই ক্ষমার অযোগ্য । আমি ধন্যবাদ জানাই লিলুয়া থানার পুলিশকর্মীদের । তারা তৎপর হয়ে সারমেয়গুলিকে উদ্ধার না করলে হয়তো তাদের কেউই প্রাণে বাঁচতো না । "

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Howrah