Home /News /local-18 /
Howrah- অকাল বর্ষণে জল জমেছে জমিতে, মাথায় হাত হাওড়ার সবজি চাষীদের

Howrah- অকাল বর্ষণে জল জমেছে জমিতে, মাথায় হাত হাওড়ার সবজি চাষীদের

ছবি প্রতিকী

ছবি প্রতিকী

আর এই অকাল বর্ষণে শীতকালীন বেশ কিছু শাকসবজি ও ফুল চাষের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা । একটানা বৃষ্টিতে জমিতেই পচে নষ্ট হয়ে গেছে বহু ফুল ।

  • Share this:

    #হাওড়া- ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে কমবেশি হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে। রাজ্যজুড়ে শীতের ব্যাটিং শুরুর ঠিক আগে, বৃষ্টির অকাল আগমনে মাথায় হাত চাষীদের। এমনিতেই দীর্ঘদিনব্যাপী লকডাউনের জেরে ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে দাম বেড়েছে সার ও কীটনাশকের। শীতের আগমনে যাওবা চাষীরা একটু লাভের আশা দেখছিলেন, তার মধ্যেই এসে পড়লো ঘূর্ণিঝড় জাওয়াদ। আর এই অকাল বর্ষণে শীতকালীন বেশ কিছু শাকসবজি ও ফুল চাষের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। একটানা বৃষ্টিতে জমিতেই পচে নষ্ট হয়ে গেছে বহু ফুল। তাই মাথায় হাত হাওড়ার উলুবেড়িয়ার ফুল চাষীদের। অন্যদিকে, জমিতে একটানা বৃষ্টিপাতের জেরে জল জমে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই বহু চাষী মাঠে নেমে পড়েছেন ফসল তোলার জন্য। পালং শাক, ফুলকপি, বেগুন পূর্ণাঙ্গ সাইজে আসার আগেই পচনের ভয়ে জমি থেকে তুলে নিচ্ছেন হাওড়ার সবজি চাষীরা । ফসল তুলতে তুলতে এইরকমই বাগনানের এক সবজি চাষী নরেন করাতি জানান , "এই অকাল বৃষ্টিতে জলের মধ্যে ফুলকপি ফেলে রাখলে তাতে দাগ পড়ে যায়। পরে বিক্রি করতে যাবার সময় সমস্যা হয়। অনেকেই কিনতে চান না। তাই আগে ভাগেই তুলে নিলাম। আরেকটু বড়ো হলে পিস প্রতি ছয় থেকে সাত টাকা করে পেতাম, অগত্যা ছোটো সাইজের কপিগুলো চার-পাঁচ টাকাতেই বিক্রি করতে হবে।" পাশাপাশি এই দুর্যোগের ফলে যে সমস্ত চাষী ঋণ নিয়ে চাষ করেছিলেন, তাদের ক্ষতির পরিমাণ আরও অনেকটাই বাড়বে বলেও জানান তিনি । এই অকাল বৃষ্টিতে ইতিমধ্যেই একলাফে অনেকগুন দাম বেড়েছে কাঁচা অনাজের। সিম, টমেটো, পালংশাক, এমনকি ফলন নষ্টের ফলে, আলুরও দাম বেড়েছে অনেকটাই। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের ফাঁড়া কাটলেও এই অকাল বর্ষণে বাজারের আগুনের আঁচ কাটানোই এখন প্রধান চ্যালেঞ্জ মধ্যবিত্ত বাঙালির, সেকথা বলাই যায়। Santanu Chakraborty

    First published:

    Tags: Cyclone Jawad, Farmers, Howrah, Rainfall, Vegetables

    পরবর্তী খবর