• Home
 • »
 • News
 • »
 • local-18
 • »
 • Howrah- নানান সামাজিক অনুষ্ঠানে মানুষদের হাতে গাছ তুলে দেন বাগনানের "গাছকাকু" চন্দ্রনাথ বসু

Howrah- নানান সামাজিক অনুষ্ঠানে মানুষদের হাতে গাছ তুলে দেন বাগনানের "গাছকাকু" চন্দ্রনাথ বসু

বিধায়ক সুকান্ত পালের হাতে গাছ তুলে দিচ্ছেন চন্দ্রনাথ বসু

বিধায়ক সুকান্ত পালের হাতে গাছ তুলে দিচ্ছেন চন্দ্রনাথ বসু

বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন , যে কোনো সামাজিক অনুষ্ঠানেই চন্দ্রনাথবাবু হাজির হন গাছ নিয়ে ।

 • Share this:

  #হাওড়া- নাম চন্দ্রনাথ বসু। বাগনানের ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তিনি। পাশাপাশি, ওই পঞ্চায়েতের বনভূমির কর্মাধক্ষের দায়িত্বও তার কাঁধে। তবে, বাগনানবাসীর কাছে তার একটি বিশেষ নামও রয়েছে। বাগনানে তিনি সবার প্রিয় "গাছ কাকু " বলেই বেশি পরিচিত । বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন , যে কোনো সামাজিক অনুষ্ঠানেই চন্দ্রনাথবাবু হাজির হন গাছ নিয়ে । এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্প, বিশ্ব ধরিত্রী দিবস, শিক্ষক দিবস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসের মতো সমস্ত বিশেষ দিনেও চন্দ্রনাথবাবু অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে গাছ তুলে দেন। এছাড়াও, বছরের বিভিন্ন ছুটির দিনেও চন্দ্রনাথবাবুকে দেখা যায় বাগনান স্টেশনে গাছ বিলি করতে। আট থেকে আশি সকল বয়সের মানুষের হাতেই গাছ তুলে দেন তিনি। বাগনানের অসংখ্য মানুষের পাশাপাশি, তার হাত থেকে গাছ নিয়েছেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন , আমতার বিধায়ক সুকান্ত পাল এমনকি বাংলাদেশের বিশিষ্ট কবিরাও। কিভাবে শুরু হয় চন্দ্রনাথের "গাছকাকু" হয়ে ওঠার গল্প, সেই বিষয়ে চন্দ্রনাথবাবু জানান, "২০১৩ সালে নিজে একটি সেচ্ছাসেবী সংগঠন খুলি যার নাম দিই, "সেভ লাইফ ফাউন্ডেশন" । তারপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে প্রকৃতিতে গাছের গুরুত্ব বোঝানো ও সাধারণ মানুষের মধ্যে গাছ বিতরণ করা শুরু করি। পরে ২০২০ সালে আমফান ঝড় আসার পর যেভাবে জেলায় বহু বড়ো বড়ো গাছ উপড়ে পড়েছে, তার পর থেকে সমস্ত অনুষ্ঠানেই উপস্থিত সকলকে গাছ বিতরণ করছি।" কি কারণে এই গাছ বিতরণ, সেই বিষয়ে তিনি আরও জানান, "যেভাবে পৃথিবীর জলবায়ু দিনদিন পরিবর্তিত হচ্ছে, তাতে একমাত্র বৃক্ষরোপণই পারে আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে। আর কারোর হাতে উপহার হিসেবে গাছ তুলে দিতে পারলে যে তৃপ্তি হয়, তা তার হাতে হাজারো দামী উপহার তুলে দিতে পারলেও হয় না। " Sanranu Chakraborty

  First published: