#হুগলি- চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড়, বিভিন্ন সময়ে বিভিন্ন তর্কের মধ্যে একটি কথা বারবার উঠে আসে, ছেলে মেয়ে উভয়েই সমান। লিঙ্গ সাম্যতার জন্য বুদ্ধিজীবী মহল বহুদিন ধরে লড়াই করে আসছে। ছেলের অসুস্থতা ও সংসারে টানাপড়েন, তৈরি করেছে এক সাধারণ মহিলাকে অসামান্য। পুরুষদের সঙ্গে একই রকম ভাবে লড়াই করছেন তিনি জীবন ধরনের জন্য। এমনি জীবনযুদ্ধের গল্প শ্রীরামপুরের মিঠু নাথের।
সাল ২০২০, লকডাউন চলছে। লকডাউন এর জেরে পারিবারিক উপার্জনের বেহাল অবস্থা। তার মধ্যে ছেলের হার্টে সমস্যা, এত সব ব্যায়ভার তার স্বামীর পক্ষে একা সামলানো মুশকিল। তার ওপর ছেলেকে সুস্থ করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ মা। তাই জীবিকা হিসাবে টোটো চালানোকে বেছে নেওয়া, হুগলির শ্রীরামপুরে মিঠু নাথের।
মিঠুর কঠিন জীবন সংগ্রামের গল্প প্রেরণা দেয় সকলকে। টোটো চালিয়ে ছেলের হার্টের অপারেশন করিয়েছেন তিনি। ছেলে সুস্থ হয়ে উঠলেও ছেলের পড়াশোনা ও সংসারের যাবতীয় দায়ভার ততদিনে তার কাঁধে চলে এসেছে। টোটো চালিয়ে উপার্জন করে সংসারের দায়িত্ব এখন তারই হতে। প্রতিদিন সকালে ছেলেকে স্কুলে দিয়ে টোটো নিয়ে বের হন মিঠু। টোটো চালাতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানিয়েছেন নিউজ ১৮ ডিজিটালের সাংবাদিকদের। মিঠু বলেছেন, একদিন রাস্তায় তার টোটো ভেঙে গিয়েছিল। কোনরকমে নিজের পায়ের ওপর ভর দিয়ে ছেলেকে নিয়ে নিকটবর্তী গ্যারেজে গিয়ে তার টোটো ঠিক করেন। মিঠুর মতন লড়াকু মহিলাদের স্যালুট জানায় নিউড ১৮ ডিজিটাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly