Home /News /local-18 /
Hooghly: তীব্র দাবদাহে বৃষ্টির জন্য মন্দিরে ব্যাঙের বিয়ে!

Hooghly: তীব্র দাবদাহে বৃষ্টির জন্য মন্দিরে ব্যাঙের বিয়ে!

ব্যাঙের

ব্যাঙের বিয়ে

রাজ্য জুড়ে চলছে প্রচন্ড তাপ প্রবাহ। বৃষ্টির দেখা নেই। সাধারণ মানুষের নাভিশ্বাস। এর থেকে মুক্তি পেতে ব্যাঙের বিয়ে অনুষ্ঠিত হলো আরামবাগ শহরের পাঁরড়ে ঘাটমন্দিরে।

  • Share this:

    রাহী হালদার,হুগলি: রাজ্য জুড়ে চলছে প্রচন্ড তাপ প্রবাহ। বৃষ্টির দেখা নেই। সাধারণ মানুষের নাভিশ্বাস। এর থেকে মুক্তি পেতে ব্যাঙের বিয়ে অনুষ্ঠিত হলো আরামবাগ শহরের পাঁরড়ে ঘাটমন্দিরে। মন্ত্রপাঠের মাধ্যমে হিন্দু আচার মেনে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। টোপর পরিয়ে মালা দিয়ে একদম মানুষের বিয়ের মতন করেই বিয়ে দেওয়া হলো ব্যাঙের।ব্রাহ্মণ ডেকে মন্ত্রচ্চারণের মাধ্যমে হল বিয়ে৷ কথিত আছে ব্যাঙ্গমা-বেঙ্গমির বিয়ের দিন মেঘ ফেটে বৃষ্টি পড়ে আকাশ থেকে। আর এই বৃষ্টির দেবতা হলো বরুণ। উদ্যোক্তারা জানিয়েছেন, বৃষ্টির দেবতা বরুণদেবকে সন্তুষ্ট করে বৃষ্টি নামানোই এর উদ্দেশ্য। ব্যাঙ্গমা আর বেঙ্গমির বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ ও কনেপক্ষ সকলেই উপস্থিত ছিলেন। বিয়েতে মানা হল যাবতীয় আচার-অনুষ্ঠান৷ গায়ে হলুদ,মালাবদল,সিঁদুর দান সহ সবই৷ তারপর উলুধ্বনির সঙ্গে সাত পাক ঘোরানো শেষ হলে বিয়ে সম্পন্ন হয়। বিয়ে উপলক্ষে ছিল ভূরিভোজের আয়োজনও। ব্যাঙের বিয়েতে হাজির ছিলেন আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী।ছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার কাউন্সিলর প্রদীপ সিংহ রায়৷ এছাড়া ব্যাঙের বিয়ে দেখতে হাজির হয়েছিলেন বহু মানুষ৷ স্থানীয় বাসিন্দাদের মতে,ব্যাঙ্গমা আর বেঙ্গমির বিয়ে সম্পন্ন করলে বৃষ্টির দেবতা বরুণদেব সন্তুষ্ট হবেন। তিনি সন্তুষ্ট হলে তবেই বৃষ্টি নেমে আসবে মর্তলোকে।এখন তীব্র দাবদাহে জনজীবন বিপন্ন৷ তাই এই সময়ে ব্যাঙের বিয়ে দিয়ে মানুষজন আশায় বুক বাঁধছেন বৃষ্টির। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস,আগামী সপ্তাহে বৃষ্টির দেখা মিলতে পারে৷ তবে অনেকেই বলেন,এটা কোনও ধর্মীয় ব্যাপার নয়, এটি একটি লোকাচার মাত্র৷

    First published:

    Tags: Arambag, Hooghly

    পরবর্তী খবর