হুগলি: হুগলির কোন্নগরে অবস্থিত বাংলার শিল্প জগতের অন্যতম নক্ষত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। কোন্নগর অরবিন্দ রোড সংলগ্ন এলাকায় গঙ্গার ধারে অবস্থিত এই বাগানবাড়িটি। দীর্ঘ সময় ধরে জীর্ণদশা থাকার পর অবশেষে ২০২০ সালে কোন্নগর পৌরসভার উদ্যোগে পুনরুদ্ধার করা হয় এই বাগানবাড়ি টিকে। এই বাগান বাড়িটির প্রতিটি ইট সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার। ছেলেবেলায় এই বাগানবাড়ি থেকেই তার চিত্র শিল্প শুরু হয়। গল্পে আছে তিনি ছোটো বেলায় এইখানেই একটি কাঁঠাল গাছের তলায় বসে কাঠবিড়ালির সাথে খেলা করতেন।জীর্ণ দশায় পড়ে থাকায় বাগানবাড়িটি ২০১৭ সালে লক্ষতিয়ার থেকে কিনে নেয় কোন্নগর পৌরসভা। তারপর জঙ্গলে পরিণত হওয়া বাগানবাড়িটিকে পুনর্নির্মানের কাজ শুরু হয়। পুরানো বাড়িটি ঠিক যেমন ছিল সেই আদলেই বাড়িটিকে সংরক্ষিত করা হয়। বর্তমানে এই বাড়িটিকে ভারত সরকার হেরিটেজ অফ ইন্ডিয়ার আওতায় নিয়ে আসেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly, Hooghly news