#হুগলি- নিজের মাথায় গুলি করে আত্মহত্যা যুবকের। ঘটনাটি ঘটে তারকেশ্বরের মজুপুর গ্রামে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম শান্তনু ঘোষ। বছর ৪৩ ওই ব্যক্তির পরিবারে স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান আছে বলে জানা গেছে। লাইসেন্সপ্রাপ্ত একটি দোনালা বন্দুক থাকতো শান্তনু ঘোষের কাছে। পেশায় ব্যাংকের গাড়ির বন্দুকধারী রক্ষী ছিলেন তিনি। তাই সেই বন্দুক তার কাছে থাকতো। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ। দোনলা বন্দুক টি উদ্ধার করেছে পুলিশ, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে প্রাতঃভ্রমন সেরে বাড়ি ফেরার পর নিজের লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে ওই যুবক। প্রতিবেশীরা গুলির আওয়াজ শুনে তার বাড়িতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেহ। যুবকের আত্মীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। যে বন্দুক দিয়ে আত্মঘাতী হয়েছে, সে বন্দুক বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly