মাধব দাস, বীরভূম : প্রতি বছর বাংলা নববর্ষে বীরভূমের সতী পীঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়৷ এদিন তারাপীঠ এবং কঙ্কালীতলায় আয়োজন করা হয় বিশেষ পুজো৷ তবে করোনাকালে গত দু'বছর ভক্তরা তেমন মন্দিরে আসতে পারেননি৷ চলতি বছর সংক্রমণ কম থাকায় ফের পুরানোছন্দে ফিরতে দেখা গেল বীরভূমের এই দুই সতীপীঠকে। আজ শুক্রবার নববর্ষের সকাল থেকেই বীরভূমের রামপুরহাটের তারাপীঠে লক্ষ্য করা যায় পুণ্যার্থীদের ভিড়। এদের মধ্যে কেউ কেউমায়ের আশীর্বাদ নিতে হাজির হয়েছেন, আবার কেউ কেউ হাজির হয়েছেন তার ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য হালখাতা নিয়ে মায়ের চরণে। একইভাবে বছরের প্রথম দিনে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় বোলপুরে কঙ্কালীতলায়৷ এখানেও ভক্তদের আগমন ঘটে সারা বছর যেন ভালভাবে কাটে তার জন্য মায়ের আশীর্বাদ পেতে।তারাপীঠে আশা ভক্তরা জানিয়েছেন, প্রতি বছর পয়লা বৈশাখতাঁরা মায়ের কাছে আশীর্বাদ নিতে আসেন৷ যাতে করে সারাবছর সন্তানদের নিয়ে ভালভাবে কাটে। মন্দির কমিটির সেবায়েতরাও জানিয়েছেন, গত দু'বছর করোনাকালে মন্দিরে ভক্তদের ভিড় কমে গিয়েছিল। সংক্রমণের ভয়ে ইচ্ছে থাকলেও বহু ভক্ত আসতে পারেননি। তবে এই বছর সেই আতঙ্ক কেটে যাওয়ায় ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কঙ্কালীতলায় কংকালী মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে গত দুদিন ধরেই বিশেষ পুজো চলছে। চৈত্র সংক্রান্তিকে কংকালী মায়ের আবির্ভাব দিবস হিসাবে পালন করা হয়। জানা যায়, এই চৈত্রসংক্রান্তিতে কংকালী মায়ের প্রথম আর্বিভাবহয়। এই উপলক্ষেসতীপীঠে একটি মেলারও আয়োজন করা হয়। বাংলা বছরের শেষ দিন এবং পয়লা বৈশাখবিশেষ পুজোর আয়োজন করা হয়।পাশাপাশি ব্যবসায়ীদের হালখাতা পুজো করাও ব্যবস্থা করা হয়৷ এই দিন শুধু বীরভূমের ভক্তরাই মন্দিরে আসেন,এমনটা নয়৷ দেশ-বিদেশ থেকেও ভক্তরা আসেন মায়ের পুজো করতে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।