Home /News /local-18 /
Birbhum: কোপাই নদী থেকে মাটি তুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা! উদ্বেগ মন্ত্রীর

Birbhum: কোপাই নদী থেকে মাটি তুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা! উদ্বেগ মন্ত্রীর

কোপাই

কোপাই নদী

জেলার নদ-নদীগুলির মধ্যে অন্যতম হলো কোপাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই নদীটি বছরের অধিকাংশ সময় শান্ত হয়ে থাকলেও বর্ষাকালে ফুলে-ফেঁপে উঠতে দেখা যায় আর প্লাবিত করতে দেখা যায় পার্শ্ববর্তী এলাকাকে।

  • Share this:

    বীরভূম : জেলার নদ-নদীগুলির মধ্যে অন্যতম হলো কোপাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই নদীটি বছরের অধিকাংশ সময় শান্ত হয়ে থাকলেও বর্ষাকালে ফুলে-ফেঁপে উঠতে দেখা যায় আর প্লাবিত করতে দেখা যায় পার্শ্ববর্তী এলাকাকে। প্লাবনের আশঙ্কায় কোপাই নদী তীরবর্তী মানুষদের প্রতি বছর বর্ষায় আতংকের মধ্যে দিন কাটে। আর এই আতঙ্ক আরও বাড়াচ্ছে মাটি মাফিয়ারা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই বিষয়টিকে একপ্রকার স্বীকার করে নিয়ে জানিয়েছেন, কিছু মাফিয়া রয়েছেন যারা এমন কাজ করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, দিনের আলোয় ট্রাক্টর ভর্তি মাটি নদী গর্ভ থেকে কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা।প্রতিদিন এই রকম কাজ চলছে পাঁড়ুই এবং শান্তিনিকেতন থানার অন্তর্গত মনোহরপুর, গোয়ালপাড়া, কোপাই সহ কোপাই নদী তীরবর্তী বিভিন্ন এলাকায়। তারপর ওই মাটি ব্যবহার করা হচ্ছে ইটভাটা অথবা অন্য কোনও কাজে। প্রশ্ন উঠেছে, নদী গর্ভ থেকে এইভাবে মাটি কেটে নিয়ে তা ইটভাটা বা অন্য কোন কাজে ব্যবহারের জন্য কি অনুমতি রয়েছে প্রশাসনের? কখনোই না।তবে এই ধরণের অপরাধ মূলক কাজ ঠেকাতে পুলিশের তরফ থেকেবিভিন্ন জায়গায় ব্যানার টাঙানোও হয়েছে। কিন্তু সেই সকল ব্যানার নামমাত্র। দিনের আলোয় প্রশাসনিক সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে প্রতিদিন ট্রাক্টর ভর্তি মাটি কেটে বহন করে নিয়ে যাওয়ার কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বিষয়ে তাঁরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তবে কাজের কাজ সেইভাবে কিছুই হয়নি। ফলে এইভাবে নদী থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। নদীতে জল বাড়লেই পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা তাঁদের।

    First published:

    Tags: Birbhum, Shantiniketan

    পরবর্তী খবর