মাধব দাস, বীরভূম : হেলমেট ছাড়াই স্ত্রী’কে মোটরবাইকে চাপিয়ে নিয়ে খোশমেজাজে সিউড়ি শহরের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন এক ভদ্রলোক। হঠাৎ চৈতালি মোড় আসতেই তাঁর পথ আটকান কয়েকজন পুলিশ কর্মী। ওই ভদ্রলোক হয়তো মনে মনে ভেবেই নিয়েছিলেন 'আজ গেল'! তবে এ দিন তাঁর কিছু যায়নি, বরং এসেছে।
বীরভূম জেলা পুলিশের তরফ থেকে এ দিন সিউড়ি থেকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের পঞ্চম বর্ষ উদযাপন উপলক্ষে একটি সতর্কতামূলক ট্যাবলো বের করা হয়। যে ট্যাবলোটির উদ্বোধন করেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী। এই ট্যাবলো গোটা শহর পরিক্রমা করে এবং মোটরবাইক ও অন্যান্য যান চালকদের সতর্কতামূলক পাঠ দেয় কেন ট্রাফিক নিয়ম মেনে, হেলমেট পরে গাড়ি অথবা মোটরবাইক চালানো অথবা চড়া উচিত। পাঠ দেওয়া হয়, একটু নিয়ম মানলেই কিভাবে বেঁচে যেতে পারে একটি প্রাণ।
আর এরই পাশাপাশি সিউড়ির চৈতালি মোড়ে মোটরবাইক চালকদের সর্তক করার জন্য বিনা হেলমেটের মোটরবাইক চালক ও যাত্রীদের পথ আটকে দেওয়া হয় একটি করে গোলাপ, মুখ মিষ্টি করার জন্য একটি চকলেট এবং বিনামূল্যে একটি হেলমেট। এমনকি পুলিশকে জোড়হাত করে হেলমেট পরার জন্য অনুরোধ করতেও দেখা যায়। এই গোলাপ ফুল, চকলেট এবং বিনামূল্যে হেলমেট দেওয়ার মধ্য দিয়ে বীরভূম জেলা পুলিশ বুঝিয়ে দেয় 'আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জীবন কতটা গুরুত্বপূর্ণ'।
সচরাচর বিনা হেলমেট পরে মোটরবাইক চালকরা ট্রাফিক পুলিশের হাতে পড়লে নিয়ম অনুযায়ী মোটা অঙ্কের টাকার জরিমানা সম্মুখীন হন। তবে এদিনের এই ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আর এই ভিন্ন ছবি দেখে শহরের বাসিন্দারা বীরভূম জেলা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। পাশাপাশি তাদের দাবি, কঠোর না হয়েও নরম ভাবে যে শিক্ষা দেওয়া যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করল বীরভূম জেলা পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Safe drive save life, Suri