মাধব দাস, বীরভূম : করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দেশের সর্বত্র বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। তবে এর পরবর্তী সময়ে ধীরে ধীরে অধিকাংশ রুটে লোকাল থেকে প্যাসেঞ্জার, মেল, এক্সপ্রেস ট্রেন পুনরায় চলাচল শুরু করলেও দীর্ঘ দু'বছর ধরে একাধিক ট্রেন বন্ধ রামপুরহাট সাহেবগঞ্জ লুপ লাইনে। এবার এই রুটে নতুন করে চালু হতে চলেছে দুটি ট্রেন। নতুন করে ফের এই সকল ট্রেন চালু হওয়ার পরিপ্রেক্ষিতে রাজগ্রাম সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ভারতীয় রেলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের যাতায়াত ব্যবস্থা আগের মতো সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন।রামপুরহাট সাহেবগঞ্জ লুপ লাইন সহ নতুন করে যে পাঁচটি ট্রেন চালু হতে চলেছে সেই ট্রেনগুলি হল ০৫৪০৬ রামপুরহাট সাহেবগঞ্জ, এই ট্রেনটি চালু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। ০৫৪০৭ রামপুরহাট থেকে গয়া, ট্রেনটি চালু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে। ০৫৪০৪ গয়া জামালপুর, চালু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। ০৫৪০৮ জামালপুর রামপুরহাট, চালু হচ্ছে ১৭ ফেব্রুয়ারি থেকে। ০৫৪০৫ রামপুরহাট সাহেবগঞ্জ, চালু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি থেকে।রামপুরহাট থেকে সাহেবগঞ্জ লুপ লাইনে যে সকল এলাকায় রয়েছে সেই সকল এলাকায় এমনিতে বাস যোগাযোগ খুব দুর্বল। যে কারণে এখানকার বাসিন্দারা অধিকাংশ সময় ট্রেনের উপর নির্ভরশীল। ফের এই ট্রেনগুলি এই রুটে চালু হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা আশাবাদী, তাদের যেমন যোগাযোগ ব্যবস্থা সুগম হবে ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে ও কলকাতা অথবা বোলপুর থেকে জিনিসপত্র আনা সহজ ভাবে। তবে এর পাশাপাশি তারা আরও দাবি করেছেন, আরও বেশকিছু ট্রেন বন্ধ রয়েছে সেগুলিও যেন চালু করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Local Train, Rampurhat