Home /News /local-18 /
Birbhum: রামপুরহাট পুলিশ প্রশাসনের মানবিক মুখ

Birbhum: রামপুরহাট পুলিশ প্রশাসনের মানবিক মুখ

রামপুরহাট

রামপুরহাট পুলিশ প্রশাসনের মানবিক মুখ, অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়ে নজির

  • Share this:

    মাধব দাস, বীরভূম : বীরভূমের রামপুরহাট শহরের বাসস্ট্যান্ডে এক বৃদ্ধ দম্পতি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন। তাদের মানসিক এবং শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। এই প্রবল ঠান্ডাতেও ওই বাসস্ট্যান্ডেই তাদের রাত কাটাতে হচ্ছিল। এলাকার কিছু মানুষ তাদের জন্য কিছু করার উদ্যোগ নেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসন। খোদ রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস, এসডিপিও সায়ন আহমেদের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

    First published:

    Tags: Birbhum

    পরবর্তী খবর