মাধব দাস, বীরভূম : খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত নওপাড়া শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধে। জানা যাচ্ছে, অবৈধভাবে কয়লা মজুত রাখার পরিপ্রেক্ষিতে অভিযান চালানোর সময় এমন খণ্ডযুদ্ধ তৈরি হয়। এই ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। আহতদের নাকরাকোন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে ওই এলাকা একেবারে থমথমে। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum