মাধব দাস, বীরভূম : বীরভূমের লাভপুরের এক যুবক রাজ কুমার ঘোষ একটি অনলাইন বিপণন সংস্থা থেকে একটি স্মার্টফোন অর্ডার করেন। অর্ডার মত সেই স্মার্ট ফোন ডেলিভারি হলে তাতে বক্সের মধ্যে লক্ষ্য করা যায় কেবল মাত্র চার্জার এবং হেডফোন রয়েছে। ফোন ছাড়াই ডেলিভারি পাওয়ার পরিপ্রেক্ষিতে ওই যুবক সংস্থাকে জানিয়ে এবং থানায় অভিযোগ করেও কোন লাভ হয়নি বলেই জানাচ্ছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বর্তমানে হয় ফোন অথবা ফোনের টাকা রিফান্ড দাবি করছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum