#বীরভূম : বীরভূমের সিউড়ি পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের হরি মন্ডল নামে এক ব্যক্তি গত বছর দুয়ারে সরকার চলাকালীন, বিধায়কের পা ধরে বাড়ির জন্য আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও তিনি বাড়ি পাননি বলে জানা যাচ্ছে। তার দাবি, এখনো পর্যন্ত কোনো রকম বাড়ি দেওয়া হয়নি। এখনো পর্যন্ত তাদের কষ্টের সঙ্গেই জীবনযাপন করতে হচ্ছে।
হরি মণ্ডল পেশায় একজন রাঁধুনি। তিনি বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন জনের বাড়িতে রান্না করে সংসার চালান। ছেলে মেয়েদের নিয়ে তাকে জরাজীর্ণ বাড়িতে বসবাস করতে হয়। বাড়ির অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় তাকে খুব কষ্টে কাটাতে হয়। তার অভিযোগ, যাদের বাড়ি দরকার নেই তারা বাড়ি পাচ্ছেন অথচ তিনি পান নি।
যদিও ওই ব্যক্তির এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন সিউড়ি পৌরসভার পৌর প্রশাসক প্রণব কর। পাশাপাশি তিনি জানিয়েছেন, তার থেকে সমস্ত রকম কাগজপত্র নেওয়া হয়েছে বাড়ি দেওয়ার জন্য। নতুন বোর্ড গঠন হলে এবং নতুন বাড়ির প্রকল্প এলেই তাকে বাড়ি দেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।