#বীরভূম : ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। যে ঘটনার পর সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় এবং সিউড়ি থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় (Birbhum News)। এরপর ওই যুবকের জেল হেফাজত হয় আদালতের নির্দেশে। শুক্রবার ওই যুবককে সিউড়ি জেলা আদালত দোষী সাব্যস্ত করে এবং সাজা ঘোষণা করে। আইনজীবী মারফত জানা গিয়েছে, দোষী সাব্যস্ত হওয়া ওই যুবক হলেন বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত বাতাসপুরের বাসিন্দা মহিত খান। ঘটনার দিন ধর্ষিতা কলেজ ছাত্রী তার পিসিকে নিয়ে তার গ্রামের পার্শ্ববর্তী সালবনি জঙ্গলে যান। জঙ্গলে তার পিসি তার থেকে কিছুটা দূরে কোন কাজে যান। তখন দুপুর সাড়ে তিনটে নাগাদ হঠাৎ বৃষ্টি শুরু হয়। সেই সময় মহিত খান গরু চড়াচ্ছিলেন। এমত অবস্থায় সুযোগকে কাজে লাগিয়ে ওই যুবক ওই কলেজ ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর ওই কলেজ ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তারপর দিন রাতে মহিত খানকে পুলিশ গ্রেফতার করে (Birbhum News)।
সরকারি আইনজীবী তপন গোস্বামী জানান, "ধর্ষিতা ওই কলেজ ছাত্রী একজন আদিবাসী মহিলা। তিনি যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন সেই সময় তাকে ধর্ষণ করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে সিউড়ি জেলা আদালত শুক্রবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং সাজা ঘোষণা করে। দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারক ওই যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। এর পাশাপাশি ১০ হাজার টাকা আর্থিক জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরও এক বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওই যুবতীকে তিন লক্ষ টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ডিএলএসএ কর্তৃপক্ষকে।" (Birbhum News)
Madhab Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।