Home /News /local-18 /
Birbhum: কিশোরকে কুপিয়ে খুনের চেষ্টা সৎ বাবার

Birbhum: কিশোরকে কুপিয়ে খুনের চেষ্টা সৎ বাবার

১৬ বছর বয়সী কিশোরকে কুপিয়ে খুনের চেষ্টা সৎ বাবার

১৬ বছর বয়সী কিশোরকে কুপিয়ে খুনের চেষ্টা সৎ বাবার

১৬ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে খুনের চেষ্টা দুবরাজপুরে। ওই কিশোর বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

  • Share this:

    মাধব দাস, বীরভূম : ১৬ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে খুনের চেষ্টা দুবরাজপুরে। ওই কিশোর বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তার সৎ বাবার দিকে। অভিযুক্ত ব্যক্তিও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বীরভূমের দুবরাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় শেখ শাহাদাত নামের ওই ১৬ বছর বয়সী কিশোর গোয়াল ঘর থেকে আবর্জনা ফেলতে যাচ্ছিলেন। সেই সময় সম্পর্কে তার কাকা এবং সৎ বাবা শেখ শুকুর তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন। ওই কিশোরের মাথায় কোপানো হয়, এর পাশাপাশি গলায় কোপানো হয়। ঘটনা দেখতে পেয়ে ওই কিশোরের ছোট ভাই পাল্টা চড়াও হয় অভিযুক্ত ব্যক্তির উপর। পারিবারিক টানাপোড়েনের কারণে এমন ঘটনা বলে জানা যাচ্ছে আহত ওই কিশোরের আত্মীয়দের তরফ থেকে। ওই কিশোরের মাসি মারুফা বিবির জানিয়েছেন, \"ওই দুই কিশোরের বাবা মারা যাওয়ার পর ছেলেদের দেখার নাম করে শুকুর তার মা নুরেফাকে বিয়ে করেন। কিন্তু দেখার পরিবর্তে হামেশাই চলতে থাকে অত্যাচার। এই অত্যাচারে বীতশ্রদ্ধ হয়ে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় এবং শাহাদাতের মা দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকা শুরু করে। সেই ভাড়া বাড়িতে গেলেও অত্যাচার শেষ হয় না। এরইমধ্যে বৃহস্পতিবার যখন শাহাদাত গোয়াল ঘর থেকে নোংরা ফেলতে যাচ্ছিল সেই সময় ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয় শুকুর।\" এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত শুকুর মদ্যপ অবস্থায় এখানে ওখানে ঘুরে বেড়ায়। তারা ওই অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তি চেয়েছেন।সৎ বাবা বা কাকার এমন আক্রমণের পর গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। তবে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই ওই কিশোরের এখন চিকিৎসা চলছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে।

    First published:

    Tags: Birbhum, Dubrajpur, Suri

    পরবর্তী খবর