মাধব দাস, বীরভূম : বোলপুর থানার অন্তর্গত মুলুকের আমির হাজমা নামে এক ব্যক্তি ৪৩ লক্ষাধিক টাকা প্রতারণার একটি অভিযোগ করেন বোলপুর থানায়। অভিযোগ, মোবাইল টাওয়ার বসানোর নামে তার থেকে ৪৩ লক্ষ টাকার বেশি প্রতারণা করা হয়েছে। ওই ব্যক্তির থেকে প্রতারকরা ধাপে ধাপে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এরপর যখন ওই ব্যক্তি বুঝতে পারেন প্রতারিত হচ্ছেন তখন তিনি ১৮ সেপ্টেম্বর ২০২১ বোলপুর থানার দ্বারস্থ হন। এরপর এই ঘটনায় সিআইডি তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত থাকা ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ব্যক্তিরা ফুলবাগান থানার অন্তর্গত একটি বিল্ডিংয়ে বসে এই প্রতারণার কাজ চালাতেন। শনিবার ধৃতদের বোলপুর আদালতে তোলা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।