হোম /খবর /আলিপুরদুয়ার /
গ্রন্থাগার দফতরের নিয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানালেন গ্রন্থাগার মন্ত্রী

Alipurduar News- গ্রন্থাগার দফতরের নিয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানালেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

X
আলিপুরদুয়ার [object Object]

এলএলএ হয়ে গেলেই শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে গ্রন্থাগার দফতর

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    #আলিপুরদুয়ার: বই মেলার উদ্বোধনে এসে গ্রন্থাগার দফতরের নিয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানালেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। চার জেলায় 'লোকাল লাইব্রেরি অথরিটি' (এলএলএ) গঠিত না হওয়ায় এত দিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল রাজ্যের গ্রন্থাগার দফতরের। সম্প্রতি ওই চার জেলায় এলএলএ গঠনের বিষয়ে উদ্যোগী হয়েছে দফতর। এলএলএ হয়ে গেলেই শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে গ্রন্থাগার দফতর রাজ্যের সরকার পোষিত গ্রন্থাগারগুলিতে। এমনটাই জানালেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। অষ্টম বর্ষ আলিপুরদুয়ার জেলা বই মেলার উদ্বোধনে এসে রাজ্যের সরকারপোষিত গ্রন্থাগারগুলিতে নিয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

    গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার পরিষেবা বিভাগের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ''আগামী কয়েক দিনের মধ্যে আলিপুরদুয়ার জেলায় এলএলএ গঠনের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরে বাকি জেলাগুলিতেও ওই কমিটি গঠন হয়ে যাবে। এক বার কমিটি গঠন হয়ে গেলে আর নিয়োগের ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না।'' জানা গেছে, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম— এই চার জেলায় এখনও সম্পূর্ণ ভাবে লোকাল লাইব্রেরি অথরিটি (এলএলএ) গঠিত হয়নি। এই মূহূর্তে রাজ্যে গ্রামীণ গ্রন্থাগারের সংখ্যা রয়েছে প্রায় দেড় হাজার। বহু গ্রন্থাগারে গ্রন্থাগারিক না থাকার অভিযোগও রয়েছে। তাই এ বিষয়ে নবান্নে দরবার করেছিল গ্রন্থাগার দফতর। তার পরেই নিয়োগের বিষয়ে সবুজ সঙ্কেত মিলেছে।

    জানা গেছে, করোনার কারণে গ্রন্থাগারগুলি ২০২০ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় অবসর নেওয়া কর্মীদের জায়গায় আর নতুন করে কর্মী নিয়োগ করা যায়নি। মন্ত্রী জানিয়েছেন, বুলবুল, ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগেও রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলির সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে ধীরে ধীরে আবার সব সামলে নিয়ে নিয়োগের প্রক্রিয়ায় হাঁটবে রাজ্য গ্রন্থাগার দফতর।

    First published:

    Tags: Alipurduar, North Bengal