#আলিপুরদুয়ার: বই মেলার উদ্বোধনে এসে গ্রন্থাগার দফতরের নিয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানালেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। চার জেলায় 'লোকাল লাইব্রেরি অথরিটি' (এলএলএ) গঠিত না হওয়ায় এত দিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল রাজ্যের গ্রন্থাগার দফতরের। সম্প্রতি ওই চার জেলায় এলএলএ গঠনের বিষয়ে উদ্যোগী হয়েছে দফতর। এলএলএ হয়ে গেলেই শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে গ্রন্থাগার দফতর রাজ্যের সরকার পোষিত গ্রন্থাগারগুলিতে। এমনটাই জানালেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। অষ্টম বর্ষ আলিপুরদুয়ার জেলা বই মেলার উদ্বোধনে এসে রাজ্যের সরকারপোষিত গ্রন্থাগারগুলিতে নিয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
জানা গেছে, করোনার কারণে গ্রন্থাগারগুলি ২০২০ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় অবসর নেওয়া কর্মীদের জায়গায় আর নতুন করে কর্মী নিয়োগ করা যায়নি। মন্ত্রী জানিয়েছেন, বুলবুল, ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগেও রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলির সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে ধীরে ধীরে আবার সব সামলে নিয়ে নিয়োগের প্রক্রিয়ায় হাঁটবে রাজ্য গ্রন্থাগার দফতর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, North Bengal