হোম /খবর /আলিপুরদুয়ার /
এবার থেকে ডুয়ার্সের স্টেশনগুলিতে মিলবে স্থানীয় জনজাতির হস্তশিল্পের সামগ্রী

Alipurduar News- এবার থেকে ডুয়ার্সের স্টেশনগুলিতে মিলবে স্থানীয় জনজাতির হস্তশিল্পের সামগ্রী

X
ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট [object Object]

এবার 'ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট' প্রকল্পের হাত ধরেই আলিপুরদুয়ার জংশনে মিলবে জেলার শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    #আলিপুরদুয়ারডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য নয়া ভাবনা উত্তর-পূর্ব সীমান্ত রেলের। প্রায় সারাবছর ডুয়ার্সের বিভিন্ন স্টেশনে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এবার ঘুরতে আসা পর্যটকদের কাছে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জনজাতির তৈরি হস্তশিল্পের সামগ্রী তুলে ধরার জন্য শুরু হলো একটি প্রকল্প। যার নাম 'ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট'। আলিপুরদুয়ার জংশন স্টেশনে চালু হলো 'ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট' প্রকল্প। এবার 'ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট' প্রকল্পের হাত ধরেই আলিপুরদুয়ার জংশন স্টেশনে মিলবে জেলার শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় মহিলারা,স্বনির্ভর গোষ্ঠীর হাতের কাজ রেলওয়ে স্টেশনের একটি স্টল থেকে বিক্রি করতে পারবে। শুধু আলিপুরদুয়ার জংশন নয়, ডুয়ার্সের বিভিন্ন স্টেশনে এই প্রকল্প 'ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট' এর স্টল চালু করার পরিকল্পনা আছে বলে জানা যায়।

    এর আগে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকদের জন্য রেলের পক্ষ থেকে চালু হয় ভিস্তাডোম কোচ পরিষেবা। সূচনা লগ্ন থেকেই প্রবল উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ভ্রমণপিপাসুদের মধ্যে। রেল সূত্রে জানা যায়, আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হলেও রেল কর্তাদের চিন্তাভাবনায়, আলিপুরদুয়ার উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনগুলিতে পর্যটকদের আনাগোনা ব্যাপকভাবে হয়। প্রত্যেকটি স্টেশনে এই ধরনের চিন্তাভাবনা করছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধক দিলীপ কুমার সিং। উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় প্রবন্ধ রাজেশ গুপ্তা সহ অন্যান্য আধিকারিকরা।

    আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধক দিলীপ কুমার সিং জানান, আলিপুরদুয়ারের রেজিস্টার্ড এনজিও দের মধ্যে যারা হস্তশিল্পের সাথে যুক্ত তাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে 'ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট' এর মধ্য দিয়ে।লোকাল হস্তশিল্পীরা এই প্রকল্পের মাধ্যমে তাদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শন করতে পারবে, বিক্রি করতে পারবে। লোকাল হস্তশিল্পকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই রেলের এই প্রয়াস বলে তিনি জানান।

     Dependra Nath Lahiri

    First published:

    Tags: Alipurduar