হোম /খবর /আলিপুরদুয়ার /
মুখে হাসি ফুটলো শ্রমিকদের, খুলে গেলো ডুয়ার্সের মধু চা-বাগান 

Alipurduar News- মুখে হাসি ফুটলো শ্রমিকদের, দীর্ঘ ৮ বছর পর খুলে গেলো ডুয়ার্সের মধু চা-বাগান 

 খুলল ডুয়ার্সের মধু চা-বাগান 

খুলল ডুয়ার্সের মধু চা-বাগান 

দীর্ঘ ৮ বছর পর বাগানটি ফের খোলায় বেজায় খুশি বাগানের শ্রমিকরা। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় আলিপুরদুয়ারের মধু চা-বাগানের

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#আলিপুরদুয়ার: পাহাড় ও ডুয়ার্সের বন্ধ চা-বাগান খোলা ও নতুন বিভিন্ন প্রকল্প নিয়ে, উত্তরবঙ্গের প্রশাসনিক অনুষ্ঠানগুলিতে বার বার বক্তব্য রেখেছেন মাননীয়া  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে এবং চা বাগানের সার্বিক উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পদক্ষেপই বাস্তবায়িত হলো দীর্ঘ দিন বন্ধ থাকা আলিপুরদুয়ারের মধু চা-বাগান খুলে গিয়ে (Alipurduar News)। বন্ধ বাগান খুলে ‌যাওয়ার পর মুখে হাসি ফুটলো আলিপুরদুয়ারের মধু চা-বাগানের শ্রমিক দের। দীর্ঘ ৮ বছর পর বাগানটি ফের খোলায় বেজায় খুশি বাগানের শ্রমিকরা।

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী শুধু উত্তরবঙ্গের বন্ধ চা বাগান খোলা ও শ্রমিকদের ন্যূনতম মজুরির আওতায় আনাই নয়, রাজ্য সরকার বাগান এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু করেছে তোড়জোড়। মধু চা-বাগানের উদ্বোধনী অনুষ্ঠানের নাম রাখা হয়, 'বন্ধ মধু চা বাগানের পুনরুজ্জীবনী অনুষ্ঠান'।কালচিনি ব্লকের মধু চা বাগানের পুনরুজ্জীবন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার, বিডিও কালচিনি প্রশান্ত বর্মন, মৃদুল গোস্বামী, প্রকাশ চিক বরাইক, বিনোদ মিনজ, রাজ কমল ভগৎ, লুইস কুজুর সহ প্রমুখ। বছরের পর বছর বাগানটি বন্ধ থাকায় বহু শ্রমিক কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজের সন্ধানে চলে যান। পুনরায় বাগান খোলার খবর পেয়ে তাঁরাও বাগানে ফিরে এসেছেন(Alipurduar News)। তবে বাকি বন্ধ চা-বাগানগুলি খোলার ব্যাপারেও সুখবর শোনালেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। রাজ্য সরকার, আলিপুরদুয়ার ও ডুয়ার্স-সহ বন্ধ সব চা বাগানই খোলার চেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানিয়েছেন। দীর্ঘ ৮বছর পর, কালচিনি ব্লকের মধু চা বাগানের গৌরব ফিরিয়ে আনার জন্য এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান বাগানের শ্রমিকরা।

Dependra Nath Lahiri
Published by:Samarpita Banerjee
First published:

Tags: Alipurduar