দীপেন্দ্র লাহিড়ী,আলিপুরদুয়ার: রেলের ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘক্ষণ ধরে দুর্ভোগ পোহাতে হলো যাত্রীদের। বন্ধ থাকলো যান চলাচল। আলিপুরদুয়ার ডিভিশনের জোরাই স্টেশনের রেল গেটে রেলের ইঞ্জিন বিকল হয়ে দিনভর ভোগান্তি পোহাতে হলো যাত্রীদের । দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে সুরাহা না মেলায় জোরাই -বারোবিশাগামী বিকল্প রোড দিয়ে ঘুরপথে চলে যাতায়াত। দুর্ভোগ পোহাতে হয় এলাকার ছাত্র ছাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের। এমনকি দিনভর জোরাই রেল গেটে একাধিকবার যাতায়াতে দুর্ভোগে পরতে হয় যাত্রীদের। স্থানীয় সুত্রে জানা যায়, অসম থেকে একটি মালবাহী রেল গাড়ি আচমকাই ইঞ্জিনের গলোযোগের কারনে থমকে যায় জোরাই রেল গেটে। প্রায় দীর্ঘ ২ ঘন্টা দাঁড়িয়ে থাকে মালগাড়ি, বন্ধ হয়ে যায় জোরাই- বারোবিশার ব্যস্ততম সড়ক যোগাযোগ ।জানা যায়, দুপর ১২টা ২০ নাগাদ ইঞ্জিন বিকল হয়ে জোরাই রেল গেটে অসম থেকে আসা একটি মালগাড়ি আটকে যায় , দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর নতুন ইঞ্জিন এসে গাড়িটিকে নিয়ে যায়। এর পর ফের একই ভাবে অসম থেকে আসা অপর আরেকটি মালবাহী রেল গাড়ি একই ভাবে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে মেইন লাইনে। যার ফলে একাধিক যাত্রীবাহী ট্রেনের নির্ধারিত সময়ে চলাচলে ব্যাঘাত ঘটে বলে রেল সূত্রে জানা যায়।এলাকার স্থানীয় বাসিন্দা তাপস কর জানান, দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার দরুন ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় সারাদিন চলাচলের ক্ষেত্রে। যার জন্য ঘুরপথে ঝুঁকি নিয়েই লাইন পার করতে হয়।এদিন দীর্ঘক্ষন যাতায়াত বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন ছাত্র ছাত্রী সহ স্থানীয় ব্যবসায়ীরা। জীবনের ঝুঁকি নিয়েই লাইন পারাপার করে চলে যাতায়াত। জোড়াই রেল স্টেশন সুত্রে জানা যায় , অসম থেকে আসা মালগাড়ির ইঞ্জিনের সমস্যার কারনে ট্রেনটি জোরাই রেল গেটে দাঁড়িয়ে যায়,মেইন লাইনে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় একাধিক যাত্রীবাহী ট্রেনের নির্ধারিত সময়ে চলাচলে ব্যাঘাত ঘটে।এরপর অসমের বোঙ্গাইগাঁও স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায় এবং ফের যান চলাচল সচল হয়।এদিন একাধিকবার রেলের ইঞ্জিন বিকল হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, North Bengal