আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে চাপরের পার অঞ্চলে উদ্ধার হলো বিশালাকার একটি কচ্ছপ। চাপরের পার অঞ্চলের ধারেয়া হাট এলাকার গ্রামের রাস্তার ধার থেকে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করলো আলিপুরদুয়ার থানার পুলিশ। রবিবার চাপরের পাড় ১ নম্বর অঞ্চল এলাকা থেকে চার পা বাঁধা অবস্থায় একটি বিশাল আকারের কচ্ছপ পরে থাকার খবর পায় পুলিশকর্মীরা। খবর পেয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং গ্রামের স্থানীয় মানুষদের সহায়তায় কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার খবর পাওয়ার পর বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে আসেন। বন বিভাগের এর চিকিৎসক শারীরিক পরীক্ষা করে কচ্ছপটির। এরপর কচ্ছপকে রাজাভাতখাওয়া রেসকিউ সেন্টার নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞ দের মতে , উদ্ধার হওয়া এই কচ্ছপটি নাম Indian narrow-headed softshell turtle। যার বৈজ্ঞানিক নাম Chitra indica। বিলুপ্তপ্রায় প্রজাতির এই কচ্ছপটি ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালে হাতেগোনা কয়েকটি এই জাতীয় কচ্ছপ অস্তিত্ব রয়েছে বলে জানা যায়। সরু-মাথার কোমল শেল যুক্ত এই কচ্ছপ দক্ষিণ এশিয়ায় বিস্তৃত অঞ্চল এবং ভারতীয় উপমহাদেশের সিন্ধু, গঙ্গা, গোদাবরী, কোলেরুন, মহানদী এবং পদ্মা নদীতে পাওয়া যায়।এই ধরণের কচ্ছপ বৃহত্ ও মাঝারি আকারের নদীতে থাকতে পছন্দ করে। এদিন, পুলিশ কচ্ছপটিকে উদ্ধার করে আলিপুরদুয়ার থানায় নিয়ে আসে। আলিপুরদুয়ারের এসডিপিও দেবাশিস চক্রবর্তী জানান,\" চাপরের পার এলাকার রাস্তার ধারে একটি বড়ো কচ্ছপ পরে থাকার খবর পায় পুলিশ কর্মীরা ,ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন । কচ্ছপটিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে ।\" তবে কোথা থেকে এল ওই কচ্ছপটি, পাচারের উদ্দেশ্যে সেটা কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনার সঙ্গে পাচারচক্র জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশও বন দপ্তরের আধিকারিকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, North Bengal