#আলিপুরদুয়ার: আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য যাত্রাপালা। রাজ্যের শিকড়ের সঙ্গে মিশে আছে দীর্ঘ দিন ধরেই গ্রাম বাংলার যাত্রার সংস্কৃতি (Alipurduar News)। উচ্চস্বরের সংলাপ ও বিবেকের গানের সেই চিরচেনা সুরে দর্শকদের বিমোহিত হওয়ার সেই দৃশ্য বর্তমানে বিরল। তাকেই তুলে ধরতে উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায়। শুরু হলো জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব।
গত শুক্রবার আলিপুরদুয়ার জেলার দমনপুর মাঝেরডাবরি চা বাগান ময়দানে শুরু হলো তিন দিনব্যাপী আলিপুরদুয়ার জেলা লোক সাংস্কৃতি ও আদিবাসী সাংস্কৃতি এবং যাত্রা উৎসব। মাঝেরডাবরি চা বাগান ময়দানে তিনদিনব্যাপী জেলা লোক সাংস্কৃতি ও আদিবাসী সাংস্কৃতি এবং যাত্রা উৎসব চলবে ২৫ - ২৭ মার্চ পর্যন্ত।
মাঝেরডাবরি চা বাগান ময়দানে তিনদিনব্যাপী জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের দ্বিতীয় দিনে পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সহযোগিতায় কলকাতা থেকে আগত যাত্রা দল ঠাকুর নাট্য কোম্পানী প্রযোজিত জনপ্রিয় যাত্রা পালা "আদালত ও একটি মেয়ে" এই অংশ নেয়। তৃতীয় দিনের জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবে আলিপুরদুয়ার জেলার সুবিখ্যাত যাত্রা বর্ণালী নাট্য সংস্থা প্রযোজিত সারা জাগানো সামাজিক যাত্রা পালা "বিয়ের বদলে বলি" পরিবেশিত হবে বলে জানা যায়। আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবে অংশ নিয়েছে জেলার বিভিন্ন প্রান্তের লোক সংস্কৃতির কৃষ্টি ও সংস্কৃতির দলের শিল্পীরা। এই উৎসব কে ঘিরে সূচনা লগ্ন থেকেই উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে জেলার সংস্কৃতি প্রেমী মানুষের মনে। আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিপ্রানুস বাস্কের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান ইতিমধ্যেই জেলার সংস্কৃতি মহলের মন জয় করে নিয়েছে বলে জানা যায়।
Dependra Nath Lahiriনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, North Bengal