আলিপুরদুয়ার: রাজ্য সড়কে হটাৎ হাতির দেখা।সড়ক পার করে জঙ্গলে ঢুকল একদল হাতি। ডুয়ার্সের জঙ্গল লাগোয়া সড়ক পথে এই দৃশ্য ভোলার নয়। একইসাথে হাতির পাল সামনে থেকে দেখেই থমকে যান পথচলতি মানুষেরা।আর তা এই দৃশ্য উপভোগ করতে ভিড় জমালেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা। হাতির পাল দেখে ছবি তুলতে হিরিক পড়লো পর্যটকদের। রবিবার বিকেলবেলা এমন দৃশ্যই দেখা গেল কুমারগ্রাম ব্লকের কার্তিকা এলাকায় শামুকতলা-হাতিপোঁতা রাজ্য সড়কে। জানা যায়, এই সময় রাজ্য সড়কের ধারে সহ সংলগ্ন এলাকায় শঠি গাছ জন্মায়, আর সেই শঠির পাতা হাতির পছন্দ। তাই বেশ কিছুদিন যাবৎ শঠির টানে আনাগোনা বেড়েছে হাতির । জঙ্গল ছেড়ে সড়কের ধারে চলে আসছে হাতির পাল। বন বিভাগের কর্মীরা আগে থেকেই রাজ্য সড়কে টহলদারি চালাচ্ছিলেন। তাদের কাছে আগে থেকেই খবর ছিল হাতির দলটি রাস্তা পার হবে।সেই মতোই বিকেল সাড়ে ৪টা নাগাদ একদল হাতি রাজ্য সড়কের পশ্চিম পাশের জঙ্গল থেকে বের হয়ে রাজ্য সড়ক পার হয়ে সড়কের পূর্ব পাশের জঙ্গলে ঢুকে যায়। হাতি দেখতে ওই এলাকার পথ চলতি মানুষজন থেকে শুরু করে পর্যটকরা রাস্তায় ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বন বিভাগের উত্তর রায়ডাক রেঞ্জের বন কর্মীরা। বন বিভাগ সূত্রে জানা যায় , ওই দলে ২৩টি হাতি ছিল।সড়ক পারাপার হতে হাতি গুলির যেন কোনো সমস্যা না হয়, তার জন্য রাজ্য সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর নির্বিঘ্নেই হাতি গুলি সড়ক পার করে জঙ্গলে ঢুকে পড়ে। এই বিষয়ে পরিবেশপ্রেমী অসিত শিকদার বলেন, ‘ এই সময়ে হলুদ গাছের মতোন দেখতে শঠি গাছ জন্মায় এই এলাকায়, বনাঞ্চল থেকে হাতিল পাল শঠি গাছ খেতেই আসে এই অঞ্চলে। হাতির পারাপারের ফলে রাস্তার দু’পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। নির্বিঘ্নে হাতিগুলি রাস্তা পার হয়েছে।' বন বিভাগের উত্তর রায়ডাক রেঞ্জের বন কর্মী রাহুল মণ্ডল বলেন, ‘২৩টির মতো হাতি রাস্তা পার হয়ে জঙ্গলে চলে যায়। হাতি গুলির যাতায়াতে যেন কোনে অসুবিধা না হয়, সেজন্য আমরা সেখানে উপস্থিত ছিলাম। আগে থেকেই আমার রাস্তার নজরদারি চালাচ্ছিলাম। হাতি গুলি নির্বিঘ্নেই রাস্তা পার হয়ে জঙ্গলে ঢুকেছে।’পর্যটক স্মৃতিকণা কোলে বলেন, ‘আমি জলপাইগুড়ি থেকে এসেছি। একদল হাতি রাস্তা পার হল। এই প্রথম কাছ থেকে অনেকগুলো হাতি দেখলাম। খুবই ভালো লাগছে। আজকের দিনটা সেরা।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, North Bengal