আলিপুরদুয়ার: দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে টানা আংশিক থেকে মাঝারি বৃষ্টিতে মাথায় হাত তরমুজ চাষিদের ।গত কয়েক দিনের বৃষ্টিতে তুফানগঞ্জ ব্লকের জালধোয়া সহ কালজানি নদীর বালুচরে তরমুজ চাষীদের তরমুজ চাষে ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে। জানা যায় , অকাল বৃষ্টিতে জমিতে জল জমে পচে নষ্ট হচ্ছে তরমুজ । করোনা মহামারীর কারণে গত বছর তরমুজের রপ্তানিতে ভাটা পরে চাষিদের। এবার তরমুজের মরসুমের শুরুতেই অকাল বৃষ্টিতে ফের দুশ্চিন্তার মেঘ তরমুজ চাষিদের মনে। জানা যায়, তরমুজ চাষে অতিরিক্ত বৃষ্টিতে জমিতে জল জমে গেলে তরমুজ গাছ পচে নষ্ট হয়ে যায়।গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে সমস্যায় পড়ছেন এলাকার তরমুজ চাষিরা। এক তরমুজ চাষি বলেন, তরমুজের মরসুম শুরু হতেই ভালো দাম পাওয়া যাচ্ছিল তরমুজ বিক্রি তে। এই বৃষ্টির জেরে ভালো দাম পেতে সমস্যা হতে পারে বলে জানা যায়। কয়েক দিনের বৃষ্টিতে কিছু গাছে পচন ধরেছে। তিনি জানান এবার বাজারে চাহিদা রয়েছে কিন্তু কম ফলন হওয়ায় চাষের খরচ উঠবে কিনা তা নিয়ে ধন্দে সকলে। তরমুজ চাষ করতে বিঘা প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। কিন্তু, এবার খরচটুকু উঠবে কি না বুঝতে পারছি না।জানা যায়,এবছর বাজারে চাহিদা থাকায় খুশি ছিলেন সকলে। কিন্তু গত কয়েকদিনে বৃষ্টিতে তরমুজ চাষে ক্ষতির আশঙ্কা ছড়িয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, Coochbehar, North Bengal