#আলিপুরদুয়ার: শুধুমাত্র কলেজের শ্রেণি কক্ষের চার দেওয়ালের মধ্যেই পঠন পাঠনের গন্ডিকে সীমাবদ্ধ না রেখে, হাতে কলমে শিক্ষন পদ্ধতিকে সুদৃঢ় করতে শিক্ষার্থীদের দেওয়া হল সমাজবিদ্যার পাঠ। পড়ুয়াদের নিয়ে কলেজের অধ্যাপক অধ্যাপিকারা কলেজ থেকে দূরবর্তী গ্রামীণ পরিবেশের লোকেদের অর্থ সামাজিক বাস্তবিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা লব্ধের জন্য সমীক্ষা করে পড়ুয়ারা। তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সমাজ বিদ্যা বিভাগের ব্যবস্থাপনায় ৬১জন পড়ুয়ারা অংশগ্রহণ করেন এই সমীক্ষায়।
বিভিন্ন গ্রামীণ পরিবেশে সামাজিক সমীক্ষা করে, মানুষের সাথে বন্ধুত্বের আলিঙ্গনে একাত্ম হয়ে যেতে দেখা যায় কলেজের ছাত্র ছাত্রীদের। জানা যায়, গত শুক্রবার থেকে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ নং ব্লকের ভাটিবাড়ি ও চিকলিগুড়ি সহ অন্যান্য স্থানে চলে এই সমাজবিদ্যার সমীক্ষার পাঠ। স্বামী বিবেকানন্দের মতে, শিক্ষার্থীর উৎসাহ ও কর্মশক্তি কে কেবলমাত্র অধ্যায়ন ও আত্মোন্নতিতে সীমাবদ্ধ করলে চলবেনা। তার শিক্ষা কে করতে হবে উন্মুক্ত যাতে নিজের সঙ্গে দেশের , সমাজের উন্নতিতে অগ্রনী ভূমিকা গ্রহণ করেতে হবে। আত্মকেন্দ্রিকতার বন্ধনকে উপেক্ষা করে সার্বজনীকভাবে শিক্ষাকে উন্মিলিত করে দিতে হবে।এখানে শিক্ষার সার্থকতা, শিক্ষার্থীর পরিপূর্ণতা। অধ্যাপক সন্তোষ সাহা বলেন, কলেজের চার অধ্যাপক ও অধ্যাপিকা ছাত্র ছাত্রীদের তত্ত্বাবধানে করছেন। সমীক্ষায় অংশগ্রহণ কারী সবিতা মন্ডল, সাগরিকা দে সরকার, সায়ন্তিকা সরকার, শাহাজান মিঞা পড়ুয়ারা এই হাতে কলমে গ্রামীণ পরিবেশে শিক্ষালাভে খুশি প্রকাশ করে। ছাত্র ছাত্রীরা আগামী দিনেও এরকম সমীক্ষায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar