হোম /খবর /আলিপুরদুয়ার /
আলিপুরদুয়ারে প্রকৃতি প্রেমীদের জন্য খুলে গেল বায়ো ডাইভার্সিটি পার্ক

Alipurduar News- আলিপুরদুয়ারে প্রকৃতি প্রেমীদের জন্য খুলে গেল বায়ো ডাইভার্সিটি পার্ক

বায়োডাইভার্সিটি পার্কেরশুভ উদ্বোধন করলেন সুরেন্দ্র কুমার মিনা।

বায়োডাইভার্সিটি পার্কেরশুভ উদ্বোধন করলেন সুরেন্দ্র কুমার মিনা।

এই বায়ো ডাইভার্সিটি পার্কে থাকছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, মৌমাছি প্রতিপালন, এবং বোর্ডিং এর ব্যবস্থাও রয়েছে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#আলিপুরদুয়ার:  অবশেষে অপেক্ষার অবসান। উদ্বোধন হলো বায়ো ডাইভার্সিটি পার্কের। বায়ো ডাইভার্সিটি পার্কের ঘোষণা লগ্ন থেকেই উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এলাকাবাসীর মনে (Alipurduar News)। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আলিপুরদুয়ার জেলায় উদ্বোধন হলো বায়ো ডাইভার্সিটি পার্ক। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে এই বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরি হয়েছে। এই বায়ো ডাইভার্সিটি পার্কের শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। প্রকৃতির নৈসর্গিক দৃশ্যে ভরপুর আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে এই বায়োডাইভার্সিটি পার্ক। আলিপুরদুয়ার জেলার এই বায়ো ডাইভার্সিটি পার্কে থাকছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, মৌমাছি প্রতিপালন, এবং বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে। পর্যটকদের মনোরঞ্জন করতে ভরপুর সাজানো হয়েছে এই পার্ক, যা নিঃসন্দেহে আগত প্রকৃতি প্রেমীদের মন জয় করে নেবে।

জানা গেছে ,মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে এই বায়ো ডাইভার্সিটি পার্কটিরাজ্য সরকারের অনুমোদনে ১০ লক্ষ টাকা ব্যয়ে, পার্কটিকে বিভিন্ন ফুল এবং ফুলের গাছে সাজানো হয়েছে। পর্যটকদের প্রকৃতির স্বাদ উপহার দিতে, পার্কটি ঢেলে সাজানোর উদ্যোগ নেয় জেলা প্রশাসন (Alipurduar News)। মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে বায়ো ডাইভার্সিটি এই পার্কটির রক্ষণাবেক্ষণ একটি স্বনির্ভর দলকে দায়িত্ব দেওয়া হয়েছেl স্বনির্ভর দলের মাধ্যমে টুরিস্টরা টিকিট কেটে বোর্ডিং এর পাশাপাশি পুরো পার্কটি পরিদর্শন করতে পারবেন বলে জানা যায়l এছাড়া এদিন মাদারিহাট এলাকায় দুটি যাত্রী প্রতিক্ষালয় উদ্বোধন করেন জেলাশাসক। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে এই বায়ো ডাইভার্সিটি পার্কটি অচিরেই প্রকৃতি প্রেমী ও প্রকৃতির নৈসর্গিক দৃশ্যের স্বাদ নিতে আসা পর্যটকদের পছন্দের স্থান হয়ে উঠবে বলে আশাবাদী এলাকার মানুষ।

Dependra Nath Lahiri

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Alipurduar, North Bengal