দীপেন্দ্র লাহিড়ী,আলিপুরদুয়ার: সারম্বরে শুরু হলো অষ্টম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলা। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে শুরু হল অষ্টম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলা। বই মেলার উদ্বোধনে এদিনএদিন ম্যাকউইলিয়াম হাই স্কুল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্যারেড গ্রাউন্ডে পৌচ্ছায়। প্রদীপ জ্বালিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বইমেলায় বই এর পসরা সাজিয়ে প্রস্তুতকলকাতার বিভিন্ন নামী প্রকাশনী। শতাধিক স্টলে রয়েছে কলকাতা সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রকাশনী বই। উত্তরবঙ্গের লেখকদের লেখা বিভিন্ন গবেষণাধর্মী বই কিনতে ভিড় দেখা যায় বই প্রেমিদের মধ্যে।স্বামী বিবেকানন্দের মতে,“জনশিক্ষার মধ্যে দিয়ে জনজীবন কে জাগ্রত করতে হবে।”স্বামীজীর শিক্ষামূলক বাণী মধ্যে অধিক উল্লেখযোগ্য হল সমাজ সুশিক্ষিত হলে তবেই সমাজের আগ্রগতি ঘটবে।সমাজের অগ্রগতি না ঘটলে দেশ অন্ধকারের অতলে নিমজ্জিত হবে, দেশের দূর্দশা কোনো কালে ঘুচবে না।তাই সর্বপ্রথম করনীয় শিক্ষার প্রসার ঘটাতে হবে জনসাধারণ কে শিক্ষালোকেস্নাত করে অশিক্ষার অন্ধকার কে দূর করতে হবে। তাহলেই দেশে সুষ্ঠভাবে উন্নতির শিখর আহরণে সক্ষম হবে। জেলা বইমেলায় এদিন উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা সভাধিপতি শীলা দাস সরকার, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।বইমেলার মুক্ত মঞ্চে চলবে প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সংস্কৃতি ও কৃষ্টির সাংস্কৃতিক অনুষ্ঠান।জানা যায়, করোনার জন্য শুরু হয়েও বন্ধ হয়ে যায় এই মেলা। ফের বই প্রেমীদের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি জেলার পাঠকেরা ।এই বইমেলা চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। এছাড়া ফুড কোর্টও থাকছে এবারের বইমেলায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, North Bengal