• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • জেনে নিন মহিলাদের কী হলে হতে পারে ব্লাডসুগার !

জেনে নিন মহিলাদের কী হলে হতে পারে ব্লাডসুগার !

সামনে এল নতুন তথ্য ৷ সম্প্রতি এইমসে হওয়া এক গবেষণায় সামনে এল যে মহিলাদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম রয়েছে, সেই সব

সামনে এল নতুন তথ্য ৷ সম্প্রতি এইমসে হওয়া এক গবেষণায় সামনে এল যে মহিলাদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম রয়েছে, সেই সব

সামনে এল নতুন তথ্য ৷ সম্প্রতি এইমসে হওয়া এক গবেষণায় সামনে এল যে মহিলাদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম রয়েছে, সেই সব

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: সামনে এল নতুন তথ্য ৷ সম্প্রতি এইমসে হওয়া এক গবেষণায় সামনে এল যে মহিলাদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম রয়েছে, সেই সব মহিলাদের মধ্যেই সুগার হওয়া সম্ভাবনা দেখা যায় ৷ এইমসের তরফ থেকে জানানো হয়েছে, দেশে ২৩ শতাংশ মহিলাদের মধ্যে এই ধরণের সিনন্ড্রোম দেখা যায় ৷

  এইমসের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রফেসর ডক্টর মহম্মদ অসরফ গনি জানান, জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একটি প্রবন্ধে জানানো হয়েছে এই কথা ৷

  প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, ভারতের জম্মু-কাশ্মীর ও দিল্লির মহিলাদের মধ্যেই বেশিমাত্রায় এই ধরণের সিন্ড্রোম দেখা গিয়েছে ৷ আর এই ধরণের মহিলাদের সুগার হওয়া সম্ভাবনা বেশিমাত্রায় দেখা যায় ৷

  অন্য একটি গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, কোল্ড ড্রিংক, কুকিজ, তামাক জাতীয় পদার্থ নিয়মিত খেলে রক্তে শর্করা বৃদ্ধি হতে পারে ৷ তাই এই সব খাবার থেকে দূরে থাকাই ভালো ৷

  First published: