#কলকাতা: Tiktok এখন ভারতে নিষিদ্ধ৷ কিন্তু সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একসময়ে দারুণ পপুলার ছিল৷ কিন্তু এখন তা থেকে আর ভিডিও দেখা হয় না ভারতীয় ফ্যানদের৷ তবে দারুণ জনপ্রিয় কিছু এই টিকটক ভিডিও এখন অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপলোড করা হয়৷ কখনও সেটা ট্যুইটারে আবার কখনও সেটা ফেসবুকে৷ সম্প্রতি এরকমই একটি ভিডিও ফেসবুকে প্ল্যাটফর্ম থেকে ভাইরাল হয়েছে৷
এই ধরণের সুপার ভাইরাল ভিডিওতে যেমন নাচ-গান-আবৃত্তি করতে বা ডায়লগ বলতে দেখা যায়, ঠিক তেমনিই আজব আজব জিনিসও দেখা যায় এই ধরণের ভিডিওতে৷
সম্প্রতি একটি গ্রুপ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও আপলোড হয়েছিল৷ যেখানে এক মহিলার পরণে শর্টস এবং টি শার্ট রয়েছে ৷ তাঁর কোলে একটি বাচ্চা রয়েছে৷ কোলে না বলে বরং বলা ভালো কাঁখে একটি বাচ্চা রয়েছে৷ সেই অবস্থায় তাঁরা নাচছেন ৷ এই অবধি হলেও ভিডিওটি -কে বিশেষ বলা হত না৷ এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ভদ্রমহিলা নাচা অবস্থায় শিশুটিকে স্তন্যদান করছেন! দেখুন ভাইরাল ভিডিও ৷
এই ভিডিওটিতে লাইক বা রিঅ্যাকশনের সংখ্যা দু লক্ষ ছাড়িয়েছে৷ অন্যদিকে কমেন্ট রয়েছে প্রায় চার হাজার৷ তবে এই ভিডিওটি আদৌ সত্যি ভিডিও নাকি ফেক ভিডিও তার সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
তবে সুপার ভাইরাল এই ভিডিও কার্যত তুফানের গতিতে ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Viral Video