ভিক্টোরিয়ান যুগে রিচার্ড ক্যাডবেরি নামে এক চকোলেট-বিক্রেতা হার্ট-শেপড বাক্সে চকোলেট ভরে বিক্রি করতেন ভ্যালেন্টাইন উইকে। সেখান থেকে মনের মানুষকে চকোলেট উপহার দেওয়ার রীতি দেখতে দেখতে জনপ্রিয় হয়ে ওঠে। তবে শুধুই হার্ট-শেপড বক্সে নয়, ক্যাডবেরির কোম্পানি এখন নানা রকম চকোলেট তৈরি করে থাকে, যা চকোলেট ডে-র (Happy Chocolate Day) পাশাপাশি সারা বছর ধরেই বিক্রি হয়। এই চকোলেট ডে (Happy Chocolate Day) তো একটু অন্য়রকমভাবে উদযাপন করাই যায়। আপনার প্রিয় মানুষটির মন একেবারে ভাল করে দেওয়ার জন্য় এখানে রইল কিছু টিপস্...
আরও পড়ুন: আরও সুন্দর বানান সম্পর্ক, বুঝুন আর বোঝান! রইল সহজ কিছু উপায়...
ভালবাসা প্রকাশের অন্য়তম মাধ্য়ম কিন্তু চকোলেট। মিষ্টিমুখ করাতে এর থেকে সেরা উপহার আর কিছু নেই। দিনটিতে আপনার প্রিয়জনকে ভালবাসায় ভরিয়ে দিন। তাকে বলুন,
"শুধু চকোলেট নয়, আমি তোমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারি। হ্য়াপি চকোলেট ডে।"
তাকে এক বাক্স চকোলেট পাঠান। আর বলুন, "এগুলো মিষ্টি। তবে তোমার মতো মিষ্টি নয়। হ্য়াপি চকোলেট ডে"।
দু জনের হাতেই দুটো চকোলেট রাখুন। এর অর্থ সম্পর্কে দুজনের সমান সমান ভাগ।
হট চকোলেটও খেতে পারেন। প্রিয়জনকে বলুন, "এটা ঠান্ডা হয়ে গেলেও সম্পর্ক উষ্ণই থাকবে। হ্য়াপি চকোলেট ডে।"
আরও পড়ুন: আসছে চকোলেট ডে, জেনে নিন এর ইতিহাস আর ব্য়াখ্য়া...
চোখ পড়তে সবাই পারে। কিন্তু মন পড়তে তুমিই পেরেছ। হ্য়াপি চকোলেট ডে।
টাকা দিয়ে সুখ তো কেনা যায় না। কিন্তু চকোলেট কেনা যায়। হ্য়াপি চকোলেট ডে।
আমি চকোলেট ছেড়ে দিতে পারি, কিন্তু সম্পর্ক ছাড়ব না। তোমাকেও ছাড়ব না। হ্য়াপি চকোলেট ডে।
সারা বিশ্বে শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। গোলাপ আর প্রেম নিবেদনের দিনের পরেই আসছে চকোলেট ডে। গোটা সপ্তাহ জুড়ে কেবল বিশ্বব্যাপী ভালবাসার মানুষেরা পুনরায় মিলিতই হয় না, একে অপরের প্রতি তাদের ভালবাসাও প্রকাশ করে নানাভাবে। ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি চকলেট ডে (Happy Chocolate Day) হিসেবে পালিত হয়। তাই মিষ্টিমুখ করান আর সম্পর্ককে মিষ্টি বানান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।