হোম /খবর /লাইফস্টাইল /
এবারের শীতে ত্বক উজ্জ্বল করবে নারকেল তেল !

এবারের শীতে ত্বক উজ্জ্বল করবে নারকেল তেল !

ইতিমধ্যেই চামড়ায় শীতটান পড়েছে ৷ স্নানের পর কিছু একটা না মাখলে, সারাদিন ত্বকে শুষ্ক ভাব !

  • Last Updated :
  • Share this:

#কলকাতা:  ইতিমধ্যেই চামড়ায় শীতটান পড়েছে ৷ স্নানের পর কিছু একটা না মাখলে, সারাদিন ত্বকে শুষ্ক ভাব ! এই শুষ্কতার হাত থেকে রেহাই পেতে দামি দামি ক্রিম বা ময়েশ্চারাইজারের খুব একটা দরকার নেই ৷ বরং এবার শীতে নিজের যত্ন নিতে হাতে তুলে নিন নারকেল তেল !

শীতের রূপচর্চায় নারকেল তেলের থেকে ভালো আর কিছু হতেই পারে না৷ শুষ্কতা দূর করতে নারকেল তেল একেবারে ম্যাজিকের মতো কাজ করে ৷ তা কীভাবে ব্যবহার করবেন নারকেল তেল?রাতে শোয়ার সময় ভালো করে মুখ পরিষ্কার করুন ৷ দু’চামচ নারকেল তেল অল্প গরম করে, তাতে তুলো ভিজিয়ে মুখে মেখে নিন ৷ হালকা হাতে মাসাজ করুন ৷ ত্বকের শুষ্কতা কমাতে এটা দারুণ কাজ করে ৷বলিরেখা মেটাতে নারকেল তেল একেবারে বোটক্সের মতো কাজ করে৷ রাতে শোয়ার সময় নারকেল তেল মুখে মাসাজ করুন ৷ নিয়মিত এটা করলে দূর হবে বলিরেখা ৷রোদে পড়া দাগ তুলতেও নারকেল খুব ভালো ফলদায়ক ৷
স্নানের জলে কয়েক ফোটা নারকেল তেল ফেলে দিন ৷ এই জলে স্নান করলে গায়ের দুর্গন্ধ দূর হবে ৷ওয়্যাক্সিং করার পর নিয়মিত নারকেল তেল মাসাজ করুন ৷ ত্বক নরম হবে ৷ক্লিনজার হিসেবেও নারকেল তেল খুব ভালো কাজ দেয় ৷তবে এটা মনে রাখবেন, নারকেল তেল মেখে রোদে বের হবেন না ৷ প্রয়োজনে রাতেই ব্যবহার করুন নারকেল তেল ৷
Published by:Akash Misra
First published:

Tags: Lifestyle