#কলকাতা: পরিচ্ছন্নতা বজায় রাখা যে কতটা প্রয়োজন, তার গুরুত্ব বেশ কয়েক বছর ধরেই মানুষ বুঝতে পেরেছে ৷ শুধুমাত্র ব্যক্তিগত স্তরে নয়, পাবলিক প্লেসগুলিতেও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন ৷ সুন্দর ভবিষ্যত গড়তে জলের প্রয়োজনীয়তাও অনেক ৷ কারণ পরিষ্কার এবং যথেষ্ট পরিমাণ জল না থাকলে সুন্দর-স্বাস্থ্যবান ভবিষ্যত গড়ে তোলা সম্ভব নয় ৷ এ দেশের জন্য তা অতিমাত্রায় জরুরী ৷
আর এই কাজে প্রয়োজন একটা সঠিক পরিকল্পনা ৷ একটা ঠিকঠাক অ্যাকশন প্ল্যান ৷ সুন্দর, পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে মানুষের স্বভাবগত পরিবর্তনও অত্যন্ত প্রয়োজন ৷ তাই পরিকল্পনা ঠিকঠাক থাকলেই প্রতিটা মানুষকে নিজেদের কর্তব্য বোঝানো সম্ভব ৷ দেশের প্রত্যেক নাগরিক একদিন এই লক্ষ্যে কাজ করবেন ৷ এমনটাই উদ্দেশ্য ৷ শুধু কথাতেই নয়, কাজেও তা করে দেখাতে হবে ৷
Mission Paani হল আরও বেশি পরিচ্ছন্ন সমাজ এবং জলের অপচয় বন্ধ করতে সচেতনতা বৃদ্ধিতে News18 এবং Harpic India-এর একটি উদ্যোগ ৷ কীভাবে এই কাজ সম্ভব, সেই ছবিটাই গোটা দেশে সামনে তুলে ধরা ৷ এই উদ্যোগে অনেক বেশি সংখ্যায় মানুষকে শামিল করাই এর লক্ষ্য ৷
View this post on Instagram
জল সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়টা কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ৷ মিশন পানি সেই লক্ষ্যেই কাজ করছে ৷ প্রত্যেক ভারতীয়ের কাছে যেন সবসময়ে পরিষ্কার জল থাকে ৷ এবং ভবিষ্যতের কথা ভেবে জলের অপচয় বন্ধ করাই লক্ষ্য ৷ মিশন পানির এই লড়াইয়ে সঙ্গে রয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার ৷ জলের জন্য আম আদমির লড়াইয়ে রয়েছেন তিনিও ৷
Be part of the change. Log onto https://www.news18.com/mission-paani/ and take the Jal Pratigya today.নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mission Paani