হোম /খবর /লাইফস্টাইল /
মৈথুনের পরেই প্রচণ্ড ক্লান্তি, সঙ্গে ঘুম ঘুম ভাব? শরীরে কোনও রোগ বাসা বাঁধেনি তো

মৈথুনের পরেই প্রচণ্ড ক্লান্তি, সঙ্গে সঙ্গে ঘুম কি স্বাভাবিক ? শরীরে কোনও রোগ বাসা বাঁধেনি তো ?

Vastu Tips: বাস্তুশাস্ত্র আমাদের বাড়ির কোন অংশ কোন দিকে থাকলে ভালো হয়, তা নির্দিষ্ট করে দেয়। এটিই মূলত বাস্তুশাস্ত্রের সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই নির্দেশ মেনে যথাযথ ভাবে একটি বাড়ি তৈরি হলে তার পর সেই বাড়ি সংক্রান্ত অন্য বাস্তুনির্দেশ উপস্থিত হয়। অতএব, এই ক্রম অনুসরণ করে চললে সবার প্রথমে জেনে নেওয়া প্রয়োজন যে বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোন অংশে শোওয়ার ঘর তৈরি করা উচিত!

Vastu Tips: বাস্তুশাস্ত্র আমাদের বাড়ির কোন অংশ কোন দিকে থাকলে ভালো হয়, তা নির্দিষ্ট করে দেয়। এটিই মূলত বাস্তুশাস্ত্রের সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই নির্দেশ মেনে যথাযথ ভাবে একটি বাড়ি তৈরি হলে তার পর সেই বাড়ি সংক্রান্ত অন্য বাস্তুনির্দেশ উপস্থিত হয়। অতএব, এই ক্রম অনুসরণ করে চললে সবার প্রথমে জেনে নেওয়া প্রয়োজন যে বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোন অংশে শোওয়ার ঘর তৈরি করা উচিত!

বিশেষজ্ঞা পল্লবী বার্নওয়াল জানাচ্ছেন যে এ ক্ষেত্রেও তাকে স্বাভাবিক বলেই ধরে নিতে হবে

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: লা পেটিট মোর্ট! এই তিনটে শব্দ ফরাসি ভাষার। যার অর্থ স্বল্পকালীন মৃত্যু! ফরাসি ভাষায় এটি-ই অর্গ্যাজমের সমার্থক বিশেষণ।

আসলে অস্বীকার উপায় নেই যে, মৈথুনের পরে বীর্যপাত ঘটার ফলে পুরুষেরা এমনিতেই ঈষৎ ক্লান্ত হয়ে পড়েন। সারা শরীর তখন আলস্যের ঘোরে থাকে, কাজের চিন্তাও তখন সঙ্গে সঙ্গেই মাথায় aআসে না। সব মিলিয়ে এই অবস্থা যেন অভ্যস্ত জীবনযাত্রা থেকে একটুক্ষণের বিরতি। সেই জন্যেই ফরাসি ভাষায় অর্গ্যাজমকে বলা হচ্ছে স্বল্পকালীন মৃত্যু।

কিন্তু ক্লান্তি যদি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে দেখা দেয়? মস্তিষ্কও সাড়া দেয় না তার স্বাভাবিক কর্মক্ষমতায়? সে ক্ষেত্রে কি ব্যাপারটাকে আদৌ সুস্থ বলে ধরে নেওয়া যায়?

বিশেষজ্ঞা পল্লবী বার্নওয়াল জানাচ্ছেন যে এ ক্ষেত্রেও তাকে স্বাভাবিক বলেই ধরে নিতে হবে। নাম প্রকাশ না করে এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন এক ব্যক্তির কথা। তিনি চিঠি মারফত জানিয়েছিলেন পল্লবীকে- রতিক্রীড়ার অব্যবহিত পর থেকেই তিনি প্রচণ্ড ক্লান্তি অনুভব করেন, সঙ্গে সঙ্গেই তাঁর ঘুম এসে যায়। বীর্যপাত হয়ে যাওয়ার পর তাঁর সারা শরীরই যে শুধু হালতা হয়ে যায়, তা নয়, পাশাপাশি কিছু ভাবার ক্ষমতাও সাময়িক ভাবে হারিয়ে ফেলেন তিনি!বলাই বাহুল্য, শুধু ওই ব্যক্তি নন, এমন সমস্যার সম্মুখীন হন সারা বিশ্ব জুড়ে অনেক পুরুষ-ই! সেটা নিয়ে তাঁদের দুশ্চিন্তা থাকাও অস্বাভাবিক কিছু নয়। তাই এই পর্বে পল্লবী মৈথুনের পরের অব্যবহিত ক্লান্তি, তার থেকে ঘুম এবং মস্তিষ্কের নিষ্ক্রিয় দশা সম্পর্কে আলোকপাত করেছেন।

পল্লবী সবার আগে এটা উল্লেখ করতে ভোলেননি যে আমাদের শরীরে সব কিছুই নিয়ন্ত্রণ করে থাকে কোনও না কোনও হরমোন। তিনি বলছেন যে অর্গ্যাজমের নেপথ্যেও কাজ করে সেরোটোনিন, ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন নামের তিন হরমোন। এর মধ্যে প্রথমটা নিদ্রাচক্রকে নিয়ন্ত্রণ করে, দ্বিতীয়টা ভালো ঘুমের সহায়ক হয় আর তৃতীয়টা শরীরকে শান্ত রাখে। কাজেই কারও ক্ষেত্রে অর্গ্যাজমের সময়ে যদি এই তিন হরমোনের ক্ষরণ বেশি হয়, তাঁর মৈথুনের ঠিক পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়াই স্বাভাবিক, মাথাও এ ক্ষেত্রে কাজ করবে না- এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। কেউ যদি দিনভর প্রচণ্ড পরিশ্রম করে ঘুমোনোর আগে মৈথুনে রত হন, তাঁর ক্ষেত্রেও এমনটা হতে পারে।

তবে এই শারীরিক ক্লান্তির রেশ যদি দীর্ঘস্থায়ী হয়, যদি মস্তিষ্কের কর্মক্ষমতা অনেকক্ষণ ধরে নিষ্ক্রিয় হয়ে থাকে, সে ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের দ্বারস্থ হওয়ার সুপরামর্শ দিচ্ছেন পল্লবী!

Pallavi Barnwal

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Sexual Wellness