আমাদের চারিদিকে থাকা পশু পাখিদের নানা রকমের প্রতিভা বা কীর্তি আজকাল খুব সহজেই সামনে আসে ।ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ামের কারণে এই প্রাণীরা আমাদের জীবনের গ্লানি কাটাতে অনেকটাই সক্ষম সেটা বোধয় অস্বীকার করার জায়গা নেই ।বাড়ির পোষ্য হোক বা পাড়ার চেনা ছোট্ট প্রাণী অনেক সময়ই অবাক করে আমাদের। আর সেটা যদি আমরা ক্যামেরাবন্দি করতে পারি তাহলে তো আর কথাই নেই।এবারে সামনে এল সেরকমই এক ভিডিও।
এক্কেবারে ছোট্ট একটি ভিডিও তাতে দেখা যাচ্ছে একটি বিড়াল বসে আছে একটি ছোট্ট সোফাতে। বসার ভাবটা এক্কেবারে মানুষের মতো।পায়ের ওপরে পা আর দুদিকে হাত রেখে খুব মনোযোগ সহকারে যেন বোঝার চেষ্টা করছে কী নিয়ে বাড়িতে ঝামেলা চলছে। মুখের ভাবখানা যেন, হঠাৎ করে কারুর বাড়িতে এসে পড়ায় এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে খানিকটা অস্বস্তিতে সে।
ভিডিও দেখার দু সেকেন্ডের মধ্যেই হেসে মাটিতে গড়িয়ে পড়বেন আপনি।অবলা জীব হলেও ওদের অজান্তে কত না আনন্দ দিয়ে যায় আমাদের। এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। ভাগ্যিস সোশ্যাল মিডিয়া ছিল। নাহলে এই বিড়াল বাবাজির কাণ্ডের কথা আমরা জানতেই পারতাম না।
SREEPARNA DASGUPTAনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cat, Facebook, Viral Video