এমন অনেক শব্দ আছে, যেগুলি আমরা বাংলাতে বলি ঠিকই কিন্তু আসলে ইংরাজি৷ যেমন ধরুন, কাপ, প্লেট, চেয়ার, টেবিল, পেন, পেনসিল সবই কিন্তু ইংরাজি শব্দ৷ কিন্তু এদের বাংলা প্রতিশব্দ ব্যবহারই হয় না৷ কে আর বলে বলুন, এক পেয়ালা চা দিন তো৷ কিংবা কেদারাটায় বসো৷ ট্রেন-বাস-ট্যাক্সি সব কিন্তু ইংরাজি৷
তাও মাঝে মধ্যে এগুলি যাও বা ব্যবহার করি, এমন একটা শব্দ আছে যা আমরা বলি না৷ ছোটবেলায় যখন পেনে লেখা শুরু হয়নি তখন লেখার মাধ্যম ছিল পেনসিল৷ ছোট ছোট হাতে পেনসিল ধরেছি৷ অক্ষর লিখেছি৷ পেনসিলের শিস ভেঙে গেলে ছুলে নিয়েছি৷ আর পেনসিল বক্সের প্রতি আকর্ষণ তো ছিল আরও বেশি৷ শুধু লেখার পেনসিলই বা বলি কী করে! রং পেনসিল তো কত ব্যবহার করেছি৷
আরও পড়ুনঃ দুয়ারে সরকার নিয়ে বিরাট টার্গেট, পঞ্চায়েত ভোটের আগে গাইডলাইন প্রকাশ নবান্নের
আরও পড়ুনঃ এলাহি দোতলা বাড়ি, ভাড়া মাত্র ২০ টাকা! ভূ-ভারতে এমন পাবেন না, বাংলায় কোথায় আছে?
কিন্তু কখনও কী ভেবে দেখেছেন পেনসিলের বাংলা কী? পেনের বাংলা তো কলম৷ পেনসিলের বাংলা কী জানেন? না তো? তাহলে বলে দি পেনসিলের বাংলা হব শিসযুক্ত লেখনী৷ এবার কেউ জিজ্ঞাসা করলে আপনিও পারবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।