হোম /খবর /লাইফস্টাইল /
বলুন দেখি পেনসিলের বাংলা অর্থ কী? ৯৯ শতাংশই বলতে গিয়ে ফেল

বলুন দেখি পেনসিলের বাংলা অর্থ কী? ৯৯ শতাংশই বলতে গিয়ে ফেল

পেনসিলের বাংলা কিন্তু অনেকেই জানে না

পেনসিলের বাংলা কিন্তু অনেকেই জানে না

পেনসিলকে বাংলায় বলা হয় শিসযুক্ত লেখনী৷

  • Share this:

এমন অনেক শব্দ আছে, যেগুলি আমরা বাংলাতে বলি ঠিকই কিন্তু আসলে ইংরাজি৷ যেমন ধরুন, কাপ, প্লেট, চেয়ার, টেবিল, পেন, পেনসিল সবই কিন্তু ইংরাজি শব্দ৷ কিন্তু এদের বাংলা প্রতিশব্দ ব্যবহারই হয় না৷ কে আর বলে বলুন, এক পেয়ালা চা দিন তো৷ কিংবা কেদারাটায় বসো৷ ট্রেন-বাস-ট্যাক্সি সব কিন্তু ইংরাজি৷

তাও মাঝে মধ্যে এগুলি যাও বা ব্যবহার করি, এমন একটা শব্দ আছে যা আমরা বলি না৷ ছোটবেলায় যখন পেনে লেখা শুরু হয়নি তখন লেখার মাধ্যম ছিল পেনসিল৷ ছোট ছোট হাতে পেনসিল ধরেছি৷ অক্ষর লিখেছি৷ পেনসিলের শিস ভেঙে গেলে ছুলে নিয়েছি৷ আর পেনসিল বক্সের প্রতি আকর্ষণ তো ছিল আরও বেশি৷ শুধু লেখার পেনসিলই বা বলি কী করে! রং পেনসিল তো কত ব্যবহার করেছি৷

আরও পড়ুনঃ দুয়ারে সরকার নিয়ে বিরাট টার্গেট, পঞ্চায়েত ভোটের আগে গাইডলাইন প্রকাশ নবান্নের

আরও পড়ুনঃ এলাহি দোতলা বাড়ি, ভাড়া মাত্র ২০ টাকা! ভূ-ভারতে এমন পাবেন না, বাংলায় কোথায় আছে?

কিন্তু কখনও কী ভেবে দেখেছেন পেনসিলের বাংলা কী?  পেনের বাংলা তো কলম৷ পেনসিলের বাংলা কী জানেন? না তো? তাহলে বলে দি পেনসিলের বাংলা হব শিসযুক্ত লেখনী৷ এবার কেউ জিজ্ঞাসা করলে আপনিও পারবেন৷

Published by:Rachana Majumder
First published: