#কলকাতা: হৃত্বিক-কঙ্গনার বচসার কথা জানা আছে নিশ্চয়ই ৷ এমনকী, হৃত্বিক কঙ্গনার দিকে আঙুল তুলেছেন মানসিক রোগের ৷ হৃত্বিক জানিয়েছেন, কঙ্গনার নাকি রয়েছে অ্যাসপারজার সিনড্রোম ৷ হৃত্বিক-কঙ্গনার বচসায় যে ই-মেল গুলো সামনে এসেছিল তাতেও কঙ্গনা লিখেছিলেন তিনি ভুগছেন অ্যাসপারজার রোগে ! এই অ্যাসপারজার সিনড্রোমটি ব্যাপারটা কি? কীভাবেই বা বুঝবেন আপনার এই সিনড্রোমটি রয়েছে? ডাক্তাররা বলছেন ছোটবেলা থেকেই কিছু লক্ষণের মধ্যে দিয়ে ধরা পড়ে এই ধরণের সিনড্রোম !
১) বিয়ে বাড়ি বা কোনও অনুষ্ঠানে যেতে অনিচ্ছা, গেলেও ভিড় থেকে নিজেকে দূরে রাখতে ইচ্ছে করে ৷ তাহলে আপনার থাকতে পারে এই সিনড্রোম ৷ ২) কখনও প্রচুর কথা বলেন, নিজের ভালো লাগার বিষয় পেলে, আপনার কথা আটকায় কে? কিন্তু হঠাৎই মুড ডাউন ৷ একেবারে চুপ করে যাওয়া ৷ তাহলে আপনার হতে পারে অ্যাসপারজার সিনড্রোম৷ ৩) চোখে-চোখ রেখে কথা বলতে অসুবিধা হয় ৷ ৪) আপনার প্রিয় বন্ধু বা প্রিয়জন যদি কোনও কারণে অবহেলা করে, তাহলে আর রক্ষে নেই ৷ সারা বিশ্বকে জানিয়ে দিতে পারেন, আপনি বার বার অবহেলিত হচ্ছেন ৷ আবার ঘটতে পারে উল্টোটাও ৷ একেবারে চুপ করে গুটিয়ে গেলেন ৷ ৫) সব সময় সন্দেহের মধ্যে থাকা ৷ সব সময় চিন্তা করা আপনার কেউ ক্ষতি করছে ৷ ৬) নিজের মনে নিজের গল্প তৈরি করে সেটাকে বিশ্বাস করা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asperger's Syndrome, ETV Bangla News, Kangana Ranaut, Lifestyle, কঙ্গনা রানাওয়াত, জীবনযাত্রা